Advertisment

Video: ভিড়ে ঠাসা বিমানবন্দরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের একাংশ, হাড়হিম ভিডিও ভাইরাল

যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। প্রাণ বাঁচাতে শুরু হয় দৌড়ঝাঁপ।

author-image
IE Bangla Web Desk
New Update
Guwahati airport"," Guwahati airport ceiling collapse"," Guwahati airport rainfall"," Guwahati airport damaged"," Guwahati airport Adani group"," Guwahati airport operation halted"," guwahati flights diverted

ভিড়ে ঠাসা বিমানবন্দর! তাঁর মাঝেই হঠাৎ করে বিমানবন্দরের সিলিংয়ের একাংশ ভেঙে পড়ায় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

ভিড়ে ঠাসা বিমানবন্দর! তাঁর মাঝেই হঠাৎ করে বিমানবন্দরের সিলিংয়ের একাংশ ভেঙে পড়ায় যাত্রিদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। প্রাণ বাঁচাতে শুরু হয় দৌড়ঝাঁপ। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার পরেই বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ নিয়ে গর্জে উঠেছেন নেটিজেনরা।

Advertisment

প্রবল ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল অসমের গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বড়দোলই আন্তর্জাতিক বিমানবন্দরে সিলিংয়ের একাংশ। ছাদ ভেঙে পড়ার জেরে কিছুক্ষণের জন্য বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েকটি বিমানের রুট বদল করা হয়।

দুর্ঘটনার বিষয়ে চিফ অপারেটিং অফিসার (সিএও) উৎপল বুরুহ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, 'প্রবল-ঝড় বৃষ্টির কারণে গাছ উপড়ে পড়ে। বিমানবন্দরের ওই অংশের ছাদ বেশ পুরনো। ঝড়ের ধাক্কা সামলাতে না পেরেই ভেঙে পড়ে সিলিংয়ের একাংশ। গাছ উপড়ে পড়ার ঘটনায় বিমানবন্দরে প্রবেশের রাস্তাও বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার জেরে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, 'আমরা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছি। যাতে কোনো যাত্রীকে সমস্যায় পড়তে না হয়'।

বাইরের ছাদের একটি অংশ ধসে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে ব্যস্ত বিমানবন্দরের বাইরের দিকে ছাদের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে যেতে দেখা যায়। এরপরই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। প্রাণ বাঁচাতে ছোটাছুটি পড়ে যায় বিমানবন্দর চত্ত্বরে।

Assam Airport
Advertisment