বয়স মাত্র পাঁচ বছর। এই বয়সেই পাকাপোক্তভাবে জেসিবি মেশিন চালাচ্ছে। বালিও তুলছে। পাঁচ বছরের রাজেশের এমন নিখুঁত দক্ষতা দেখেই টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন স্বয়ং বীরেন্দ্র শেওয়াগ।
ক্যাপশনে প্রাক্তন তারকা ক্রিকেটার লিখেছেন, "জেসিবি মেশিনের মাটি কাটা দেখে আপনিও হয়ত থেমে থাকবেন মাঝে মাঝে। ভিড় করেও থাকবেন। তবে আপনি এমনটা কিন্তু দেখেননি এখনো। প্রতিভা এবং আত্মপ্রত্যয়ী হলে যে কী করা যায়, তার স্বার্থক উদাহরণ এই ভিডিও। এত অল্প বয়সে কাউকে এমনটা করতে মোটেই পরামর্শ দেব না। তবে এই ভিডিও দেখে তালি দেওয়া থামাতেই পারছি না।"
বীরেন্দ্র শেওয়াগ ১২২ মিনিটের যে ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, একজন পাঁচ বছরের বাচ্চা টিকে জিজ্ঞাসা করছেন সে এই মেশিন চালাতে পারছে কিনা! আলতো করে হেসে সেই শিশু এবার জেসিবি মেশিনে চড়ে নিখুঁতভাবে প্রশিক্ষিত অপারেটরের মত সেই যন্ত্র-যান চালাচ্ছে। একটু দূরে গিয়ে বালিও তুলে দেখিয়ে দেয় সে।
JCB ko khudaai karte dekh,aap bhi bahut ruke honge, bheed banayi.hogi.
But isse behtar kuch mahi dukha abhi tak.
Talent + self- belief.
If you think you can or you cannot, you are right.
Wouldn't advice anyone to try this at a young age, but just can't stop applauding. pic.twitter.com/1MjkUL405R— Virender Sehwag (@virendersehwag) June 27, 2020
সেই ভিডিওর ব্যক্তির মতই এরপরে বাকরুদ্ধ হয়ে যান সুপারস্টার ক্রিকেটার। নজফগরের নবাব এমন ভিডিও শেয়ার করার পরেই সেই ভিডিও ভাইরাল। ইতিমধ্যেই সেই ভিডিওটি টুইটারে ৮০০০ লাইক পেয়েছে।
Galat baat hai sir , people will only watch the video and may not read what u wrote.
— TheVagabond (indoors and grounded for now) (@TheVagabond7) June 27, 2020
Viru paaji... Please don't circulate this... It's dangerous and also glorifies child labour. It propagates normalcy about children driving, let alone using heavy machinery.
Expecting better from someone who takes pride running his own school ????????— Abbas Katwarawala (@KSAbby) June 27, 2020
Very dangerous don't indulge child inthis activity child is not matured
— Rajender Kumar (@Rajende61951739) June 27, 2020
Paaji give the kid admission in Sechwag international school and develop him for F1 race. You can afford it with a smile ????
— heart locker (@IMAgentVinod) June 27, 2020
Yeah we'll see if you applaud when because of his mistake life is lost in accident
— Ravneet (@Care29815656) June 27, 2020
This is very very unsafe also it's a crime. There are special lisence requirements and training to drive a heavy machine. He doesn't even have an adult supervision. Such fun leads to loss of life. You should not share as more will try to make such videos @TrafficGGM @dtptraffic
— Manish Dutt Kothiyal (@manish_kothiyal) June 27, 2020
ঘটনা হল, শিশুর এই জেসিবি চালানোর ভিডিও শেয়ার করার পরে বেশ কিছু নেটিজেন তাঁকে সমালোচনা করতেও ছাড়েননি। বাচ্চাদের এমন ঝুঁকিপূর্ণ কাজে উৎসাহিত করা উচিত নয় জেনেও শেওয়াগ কেন এই ভিডিও প্রমোট করলেন তা বলা হয়েছে তাঁকে। ক্রিকেটারকে সামাজিক দায়িত্বের কথাও স্মরণ করে দিয়েছেন অনেকে।