মুখে তারস্বরে বাজাছে ট্রাক বাসের হর্ন, শুনে তাজ্জব সোশাল মিডিয়া

এক ধরনের নয় শুধু, একাধিক বাস ট্রাকের হর্নের শব্দ করতে পারে সে।

এক ধরনের নয় শুধু, একাধিক বাস ট্রাকের হর্নের শব্দ করতে পারে সে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সদ্য সোশাল মিডিয়া অবাক দৃষ্টে তাকিয়ে রয়েছে তাদের ফোনের স্ক্রিনে। এমনটাও সম্ভব! হুবহু একই আওয়াজ বের হচ্ছে এক ব্যক্তির গলা থেকে। যা চোখ বুজে শুনলে আপনি মনে করবেন হাইরোড ধরে দ্রুত গতিতে হর্ন দিতে দিতে চলে যাচ্ছে বাস বা ট্রাক। মাহিন্দ্র গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সম্প্রতি তাঁর টুইটার আকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে এই প্রতিভা দেখা যাচ্ছে।

আরও পড়ুন:জন্মদিন পালনের সময় বাদরের উপদ্রব! ভাইরাল ভিডিও

Advertisment

৩০ সেকেন্ডের ভিডিও। ব্যক্তির গলার আওয়াজে তাজ্জ্বব বনেছে নেট নাগরিকরা। উল্লেখ্য, এক ধরনের নয় শুধু, একাধিক বাস ট্রাকের হর্নের শব্দ করতে পারে সে।

আরও পড়ুন: জন্মদিন পালনের সময় বাদরের উপদ্রব! ভাইরাল ভিডিও

দেখুন ভিডিও...

viral