New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/cat-759.jpg)
সেই মুহূর্ত।
কেউ বিড়ালটিকে বললেন, ''পরের বার টিকিট কেটো''। বিড়ালের এমন ট্রেন সফরের ভিডিও নিয়ে রীতিমতো হেসেখুন নেটাপাড়া।
সেই মুহূর্ত।
ট্রেনের মধ্য়ে মিয়াঁও ডাক! চুপিচুপি হাইস্পিড ট্রেনে উঠে পড়েছিল সে। কিন্তু হায়! চোখে পড়তেই তাকে রীতিমতো হাঁটি হাঁটি পা করে ট্রেন থেকে স্টেশনে নামালেন ট্রেনের কনডাক্টর।
আর তাই দেখে নেটাগরিকদের কেউ কেউ বলে বসলেন, ''আহা রে, বেচারা বিড়াল, টিকিট কাটার টাকা নেই, তাই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল''। আবার কেউ মজার ছলে বললেন, ''বিড়ালটিকে একটা চাকরি দাও, যাতে টিকিট কাটতে পারে পরের বার''। কেউ বিড়ালটিকে বললেন, ''পরের বার টিকিট কেটো''। বিড়ালের এমন ট্রেন সফরের ভিডিও নিয়ে রীতিমতো হেসেখুন নেটাপাড়া।
আরও দেখুন: এ কী কাণ্ড! অঙ্কুশের মুখের বিস্কুট কেড়ে খেল কুকুর!
উত্তর-পশ্চিম চিনে একটি হাইস্পিড ট্রেনে চুপি চুপি উঠে পড়েছিল বিড়ালটি। কিন্তু তা নজরে আসতেই বিড়ালটিকে নামিয়ে দেন ট্রেনের কনডাক্টর। এই মুহূর্তের একটি টিকটক ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
দেখুন ভিডিও:
ভিডিওটি দেখে কে কী বললেন দেখুন,
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন