New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_f6f8f1.jpg)
অনেকের কাছে রুটিটাও একটা বিলাসীতা!
অনেকের কাছে রুটিটাও একটা বিলাসীতা!
অনেকের কাছে রুটিটাও একটা বিলাসীতা!
অনেকেই আছেন যারা সপ্তাহের বেশিরভাগ দিনই ভাল-মন্দ খেয়ে দিন কাটান। আবার অনেকের কাছে রুটিটাও একটা বিলাসীতা! মনকে নাড়িয়ে দেওয়ার মত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্রেফ শুকনো রুটি কলের জলে ভিজিয়ে খাচ্ছেন এক বৃদ্ধ। তাঁর রুটির সঙ্গে সবজীটুকু কিনে খাওয়ারও সামর্থ্য নেই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি একটি রেল স্টেশনের। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি কলের জলে রুটিটিকে ভিজিয়ে সেটি খেতে শুরু করে। ভিডিওটি দেখার পরে, বাকরুদ্ধ হয়ে গিয়েছেন সকলেই।
এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। sarcasticschool_ নামের একটি পেজ থেকে। ভিডিওটির সাথে ক্যাপশনে লেখা আছে, 'আপনি এরপরেই মনে করেন আপনার জীবনে সত্যি কষ্ট আছে?' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ২ লাখ ৫৫ হাজার মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- কেন জানিনা তবে এমন ভিডিও দেখে কেঁদেছি অঝোরে। আরেক ব্যবহারকারী লিখেছেন- আমাদের যা কিছু আছে তা অনেকের কাছে স্বপ্ন।