Advertisment

Viral video: সামনেই ক্যানসার হাসপাতাল, ব্যান্ড পার্টি নিয়ে নাচের বদলে অভিনব ভাবনা, তরুণ প্রজন্মকে কুর্নিশ

সম্প্রতি এক অনন্য কনসেপ্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে অথিতিরা কোনরকম গান ছাড়াই রাস্তায় নেচে চলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
silent baraat, viral video, unique, trending, instagram

সম্প্রতি এক অনন্য কনসেপ্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে অথিতিরা কোনরকম গান ছাড়াই রাস্তায় নেচে চলেছেন।

বিয়ের অনুষ্ঠান তখনই জমকালো হয় যখন মানুষজন ব্যান্ড পার্টির সঙ্গে তাল মিলিয়ে নাচতে নাচতে বিয়ের দিনটিকে সেলিব্রেট করেন। বিয়ের দিনে এমন পরিচিত শোভাযাত্রা দেখতেই মানুষ জন অভ্যস্ত। কিন্তু সম্প্রতি এক অনন্য কনসেপ্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে অথিতিরা কোনরকম গান ছাড়াই রাস্তায় নেচে চলেছেন।

Advertisment

ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে বর হেডফোন পরে রাস্তায় হাঁটছেন এবং নাচছেন। সেই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের কানে রয়েছে হেডফোন। সেই সঙ্গে উদ্যম নাচছেন তারা। সকলেই তো এমন বিয়ের অনুষ্ঠানে রীতিমত অবাক। কিন্তু এমন কনসেপ্টের পিছনের কারণ জানলে আপনি অবাক হতে বাধ্য।

আসলে, যেখান দিয়ে বিয়ের মিছিল যাচ্ছিল, সেখানে একটি ক্যান্সার হাসপাতাল ছিল এবং তারা চাননি যে তাদের বিয়ের অনুষ্ঠানে কারণে হাসপাতালের রোগীদের কোনও সমস্যা হোক। ভিডিওটি @shefooodie নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিওটি খবর লেখার সময় পর্যন্ত এই ভিডিওটি প্রায় ৮ লাখ মানুষ লাইক করেছেন এবং ৫৪ লাখ মানুষ দেখেছেন।

viral
Advertisment