New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/cats-81.jpg)
পথ কুকুরকে দই ভাত খাওয়াচ্ছেন মহিলা
মহিলার মানবিক আচরণ দেখে মুগ্ধ নেটিজেনরা
পথ কুকুরকে দই ভাত খাওয়াচ্ছেন মহিলা
গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণের। রাস্তায় থাকা পথকুকুরদের দশাও এই গরমে বেহাল। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক মানবিক ভিডিও। প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচাতে রেলস্টেশনে এক পথকুকুরকে দইভাত খাওয়াচ্ছেন এক মহিলা। এমন ঘটনা ভাইরাল হতেই মহিলার মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন নেটজনতা।
জানা গিয়েছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে গরমের মধ্যে এক পথকুকুরকে তার পছন্দের দই ভাত খাওয়াচ্ছেন এক স্থানীয় মহিলা। আর এই ঘটনা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। জানা গিয়েছে, কুকুরটির নাম কুট্টুস। মহিলা জানান, একবার নয়, সারাদিনে তিনবার দইভাত খাওয়াতে তিনি স্টেশন চত্ত্বরে আসতে হয় তাঁকে। এমন কাজ করতে পেরে বেজায় খুশি তিনি নিজেও।
তিনি জানান, কুকুরটির বয়স মাত্র পাঁচ বছর। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে স্টেশন চত্ত্বরে ভাতের বাটি নিয়ে বসে রয়েছেন মহিলা। তাঁর সামনে চুপটি করে বসে রয়েছে কুকুরটি। ভাত মেখে কুকুরটির মুখে তুলে দিচ্ছেন মহিলা। কুকুরটিও পছন্দের খাবার পেয়ে বেজায় খুশি।ইউটিউবে এই ভিডিও ভাইরাল হতেই মহিলার মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।