New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-280.jpg)
ভিডিওতে দেখা যায় সিপিআর করে শিশুটির জীবন বাঁচাচ্ছেন চিকিৎসক।
মহিলা চিকিৎসককে সাক্ষাৎ ঈশ্বরের সঙ্গে তুলনা টেনে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যায় সিপিআর করে শিশুটির জীবন বাঁচাচ্ছেন চিকিৎসক।
সদ্যজাতকে বাঁচাতে প্রাণপাত চিকিৎসকের। এমন উদারতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসার ঝড়। ডাক্তার যেন ঈশ্বরেরই আরেক রূপ। এমন অনেক ভিডিও এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেতে চিকিৎসককে রোগীর জীবন রক্ষা করতে দেখা যাচ্ছে।
সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতে এক চিকিৎসককে শিশুর জীবন বাঁচাতে সিপিআর দিতে দেখা যাচ্ছে। বিশেষ বিষয় হল, চিকিৎসকরা শিশুটিকে বাঁচিয়ে নতুন জীবন দিতে সফল হয়েছেন। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। মানুষ এই ভিডিওটি দেখে নিজেদের আবেগকে ধরে রাখতে পারেন নি। মহিলা চিকিৎসককে সাক্ষাৎ ঈশ্বরের সঙ্গে তুলনা টেনে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
डॉक्टर सुलेखा चौधरी, पीडियाट्रीसियन, CHC, आगरा।
बच्ची का जन्म हुआ लेकिन शरीर में कोई हलचल नहीं थी।
बच्ची को पहले ऑक्सिजन सपोर्ट दिया, लेकिन जब उससे भी लाभ नहीं हुआ तो लगभग 7 मिनट तक ‘माउथ टू माउथ रेस्पिरेशन’ दिया, बच्ची में साँस आ गई।👏🏼❤️#Salute #Doctor #respect pic.twitter.com/1PQK8aiJXQ— SACHIN KAUSHIK (@upcopsachin) September 21, 2022
ভিডিওতে দেখা যায় সিপিআর করে শিশুটির জীবন বাঁচাচ্ছেন চিকিৎসক। ভাইরাল হওয়া এই ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে। mpanktiya নামের টুইটার হ্যান্ডেলে। ভিডিওটি এখন পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ দেখেছেন। একই সময়ে, ১৩ হাজারের বেশি মানুষ এটি পছন্দ করেছেন। যে ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন তিনি বলেছেন যে এই চিকিৎসকের নাম সুলেখা চৌধুরী এবং তিনি আগ্রার সিএইচসিতে কর্মরত।