লক্ষ্যে অবিচল...! সদ্যজাতকে বাঁচাতে প্রাণপাত চিকিৎসকের, সিপিআরেই প্রাণরক্ষা, ভিডিও ভাইরাল

মহিলা চিকিৎসককে সাক্ষাৎ ঈশ্বরের সঙ্গে তুলনা টেনে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

মহিলা চিকিৎসককে সাক্ষাৎ ঈশ্বরের সঙ্গে তুলনা টেনে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

author-image
IE Bangla Web Desk
New Update
VIral Video

ভিডিওতে দেখা যায় সিপিআর করে শিশুটির জীবন বাঁচাচ্ছেন চিকিৎসক।

সদ্যজাতকে বাঁচাতে প্রাণপাত চিকিৎসকের। এমন উদারতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসার ঝড়। ডাক্তার যেন ঈশ্বরেরই আরেক রূপ। এমন অনেক ভিডিও এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেতে চিকিৎসককে রোগীর জীবন রক্ষা করতে দেখা যাচ্ছে।

Advertisment

সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতে এক চিকিৎসককে শিশুর জীবন বাঁচাতে সিপিআর দিতে দেখা যাচ্ছে। বিশেষ বিষয় হল, চিকিৎসকরা শিশুটিকে বাঁচিয়ে নতুন জীবন দিতে সফল হয়েছেন। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। মানুষ এই ভিডিওটি দেখে নিজেদের আবেগকে ধরে রাখতে পারেন নি। মহিলা চিকিৎসককে সাক্ষাৎ ঈশ্বরের সঙ্গে তুলনা টেনে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

ভিডিওতে দেখা যায় সিপিআর করে শিশুটির জীবন বাঁচাচ্ছেন চিকিৎসক। ভাইরাল হওয়া এই ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে। mpanktiya নামের টুইটার হ্যান্ডেলে।  ভিডিওটি এখন পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ দেখেছেন। একই সময়ে, ১৩ হাজারের বেশি মানুষ এটি পছন্দ করেছেন। যে ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন তিনি বলেছেন যে এই চিকিৎসকের নাম সুলেখা চৌধুরী এবং তিনি আগ্রার সিএইচসিতে কর্মরত।

viral