New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-119.jpg)
মহিলা ক্রুর আশ্চর্যজনক কীর্তি দেখে চোখ কপালে সকলের।
মহিলা ক্রুর আশ্চর্যজনক কীর্তি দেখে চোখ কপালে সকলের।
মহিলা ক্রুর আশ্চর্যজনক কীর্তি দেখে চোখ কপালে সকলের।
সোশ্যাল মিডিয়ার জগৎ বড়ই মজার। প্রতিদিনের হাজার হাজার ভিডিও'র মাঝে এমন কিছু ভিডিও আছে যেগুলি দেখার পর অবাক হতে বাধ্য। সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এসেছে যাতে এক মহিলা ক্রুর আশ্চর্যজনক কীর্তি দেখে চোখ কপালে সকলের। তার এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ফাঁকা বিমানে মারাত্মক স্টান্ট প্রদর্শন করতে এক বিমান সেবিকাকে। তার এই দক্ষতা দেখে রীতিমত অবাক সকলেই। এই ভিডিওটি শেয়ার করেছেন একজন এক্স ব্যবহারকারী। খবর লেখা পর্যন্ত ভিডিওটি কয়েক লাখ মানুষ দেখেছেন।
Ninja Employeepic.twitter.com/dgkE5OwR8N
— Figen (@TheFigen_) January 11, 2024