New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-147.jpg)
গরমে যখন হাঁসফাঁস অবস্থা আম-আদমির ঠিক তখনই সামনে এসেছে হস্তিশাবকের স্নানের এক মিষ্টি ভিডিও
গরমে যখন হাঁসফাঁস অবস্থা আম-আদমির ঠিক তখনই সামনে এসেছে হস্তিশাবকের স্নানের এক মিষ্টি ভিডিও
গরমে যখন হাঁসফাঁস অবস্থা আম-আদমির ঠিক তখনই সামনে এসেছে হস্তিশাবকের স্নানের এক মিষ্টি ভিডিও
প্রচণ্ড গরমে আরামের স্নান! হস্তি শাবকের স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন IFS আধিকারিক সুশান্ত নন্দা। সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। নানান মজার ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয়, যা সোশ্যাল মিডিয়া ইউজারদের বিনোদান দেওয়ার পাশাপাশি অবাক করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাচ্চা হাতির স্নানে এক সুন্দর ভিডিও। প্রচণ্ড দাবদাহে কাহিল বাংলার একাধিক জেলা। ১৫টি জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। গরমে যখন হাঁসফাঁস অবস্থা আম-আদমির ঠিক তখনই সামনে এসেছে হস্তিশাবকের স্নানের এক মিষ্টি ভিডিও।
Watching this baby elephant enjoying its bath is so much fun❣️ pic.twitter.com/H9b5P2sg7W
— Susanta Nanda (@susantananda3) April 12, 2023
টুইটারে ভিডিওটি শেয়ার করার সময় IFS আধিকারিক সুশান্ত নন্দা লিখেছেন, "এই বাচ্চা হাতির স্নান উপভোগ করতে দেখাটাও খুবই মজার।" ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা হাতি জলে পরিপূর্ণ নীল রঙের 'বাথটাবে'র ভিতর দাঁড়িয়ে স্নান দারুণ ভাবেই উপভোগ করছে। ধীরে ধীরে বাথটাবের ভিতর পুরো শরীর টাকেই জলের ভিতর ডুবিয়ে দেয়। ভিডিওটি ১২ এপ্রিল শেয়ার করা হয়। তারপর থেকে ভিডিওটি ৭০ হাজারের কাছাকাছি মানুষ দেখেছেন। সংখ্যাটি ক্রমশই বাড়ছে। অনেকে কমেন্ট বক্সে তাদের চিন্তাভাবনাও শেয়ার করেছেন।
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, “খুব সুন্দর”। অন্য একজন যোগ করেছেন, “ হস্তি শাবককে দেখতে খুব সুন্দর লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ, স্যার।" "শিশুদের দুষ্টুমি দারুণ মজার," তৃতীয় একজন কমেন্টে লিখেছেন।