Advertisment

মা হারা গন্ডারের দুধ পান, দেখে নিন ভাইরাল ভিডিও

কঠিন সময়ে এই গন্ডারটির ভিডিও সোশাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছে। অনেকেই পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগের প্রশংসা করেছেন। মা হারা হলেও ধীরে ধীরে যে গন্ডারটি এই অবস্থা মানিয়ে নিচ্ছে তাতেও অনেকে উৎফুল্ল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক কোভিডে রক্ষা নেই। সঙ্গী তায় বন্যা। জোড়া সমস্যায় এখন নাজেহাল অসমবাসী। এই মধ্যেই মন ভালো করে দেওয়া ছবি পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। বাচ্চা গন্ডারকে একজন ফিডিং বোতলে করে দুধ খাইয়ে দিচ্ছেন। সম্প্রতি এমনই একটি ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

Advertisment

জানা গিয়েছে বন্যায় মা-র থেকে আলাদা হয়ে যায় মেয়ে গন্ডারটি। বর্তমানে কাজিরাঙার বন্যপ্রাণী পুনর্বাসন সেন্টারে ঠাঁই হয়েছে সেই গন্ডারটির। বুধবারে সেই সেন্টারেই বাচ্চা গন্ডারটি বোতলে দুধ খায়। সেন্টারের অধিকর্তা রথীন বর্মণ জানান, "শুরুতে ফিডিং বোতলে আপত্তি ছিল ওঁর। তবে ধীরে ধীরে সেই বোতল থেকেই দুধ খাওয়া অভ্যেস করছে। আমরা বোতলের বৃন্তে গুড় লাগিয়ে দিয়েছি। মিষ্টি হলে যদি দুধের প্রতি আরো আকৃষ্ট হয়!"

আরও পড়ুন

মরার ভান করে মৃত্যু এড়ালেন মহিলা, দেখুন বাইসনের শিহরণ জাগানো ভিডিও

গত সপ্তাহে সেন্টারের উদ্ধারকারী দল গন্ডারটিকে অরণ্যের আগরতলি রেঞ্জের ডুবে যাওয়া অংশ থেকে নিয়ে আসে। এর আগে সেই গন্ডারটিকে বোটে করে উদ্ধারকাজের ভিডিও নেট দুনিয়ায় আকর্ষণ কেড়ে নিয়েছিল। মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শাবক গন্ডারটির জন্য অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বর্মণ জানালেন, "মা এবং শাবক দুজনেই হয়ত একটু উঁচু জায়গা খুঁজছিল। তবে বন্যার তোড় আলাদা করে দেয় দুজনকে। এমন ক্ষেত্রে মা-কে আলাদা করে চিহ্নিত করা মুশকিল। তবে আমরা শাবকটির যত্ন নিতে পারি।"

জানানো হয়েছে সামনের একমাস এই গন্ডারটিকে একটি আলাদা ঘরেই রাখা হবে। যত্ন আত্তি করার দায়িত্বে থাকা কিপারের সঙ্গে হৃদ্যতা তৈরি হলেই একটি অন্য একটি জায়গায় শিফট করা হবে। আরো কয়েকমাস পরে এটিকে নিয়ে রাখা হবে অন্য উদ্ধার হওয়া গন্ডারদের সঙ্গে।

সবমিলিয়ে এখন সেন্টারে ছয়টি গন্ডার রয়েছে। এই গন্ডারগুলিকে দু-বছর ধরে পুনর্বাসন এই কেন্দ্রে লালন পালন করা হবে। কারণ, অল্প বয়সে জঙ্গলে ছেড়ে দিলে মা বিহীন গন্ডারগুলিকে মেরে ফেলবে বাঘ।

কঠিন সময়ে এই গন্ডারটির ভিডিও সোশাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছে। অনেকেই পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগের প্রশংসা করেছেন। মা হারা হলেও ধীরে ধীরে যে গন্ডারটি এই অবস্থা মানিয়ে নিচ্ছে তাতেও অনেকে উৎফুল্ল।

শাবক গন্ডারটিকে নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করে চলেছে কেন্দ্র। চলতি বছরের বন্যায় ১২৩টি বন্যপ্রাণী প্রাণ হারিয়েছে। এর মধ্যেই স্বস্তি দিল এই খবর।

wildlife viral news
Advertisment