New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/feature-12.jpg)
আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে গতকাল পর্যটকের গাড়ির মাঝে চলে আসে বাইসনের ঝাঁক, যার ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘লায়ন কিং’ এর অনেক দৃশ্যের কথা মনে করিয়ে দিচ্ছে এই ভিডিও।
Advertisment
কেনরেডিও ব্রডকাস্টিংয়ের প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি কেন রতকোভস্কি শেয়ার করেছেন এক মিনিটের এই ক্লিপটি। ন্যাশেনাল পার্কের একটি ব্রিজের ওপরে গাড়ির চলাচলের মাঝেই প্রাণপণে দ্রুতগতিতে দৌড়ে আসে বাইসনের দল।
ব্রিজের উপরে বেশ কয়েকটি পর্যটনের গাড়ি পার্ক করা অবস্থায় ছিল। কিছু গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তাদের। আবার অনেকে গাড়ির গতিপথ এড়াতে পথ পরিবর্তনও করে।
দেখুন ভিডিওতে
Advertisment
Meanwhile, pets in cars on road as they witness it.???? pic.twitter.com/83nRzNhR5p
— happylaura (@happylaura) June 17, 2020
Read the full story inEnglish