আইসক্রিম খেয়ে বিড়ালের একি দশা! হাসি চাপতে পারছে না কেউ

বিড়ালের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে একটি বিড়ালকে দেখা যাচ্ছে আইসক্রিম প্রথমবার জিভে ঠেকাতে।

বিড়ালের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে একটি বিড়ালকে দেখা যাচ্ছে আইসক্রিম প্রথমবার জিভে ঠেকাতে।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল খবর: আবেগঘন হনুমানের ভিডিও থেকে অবাক করা মাছের ছবি

ববিড়ালের কী দশা দেখুন

ছবি কতটা মিষ্টি হতে পারে! এমনই আলোচনা শুরু হয়ে গেল মঙ্গলবারের পর থেকে। নেটিজেনরা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন এমনই। কারণ আর কিছুই নয়। বিড়ালের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে একটি বিড়ালকে দেখা যাচ্ছে আইসক্রিম প্রথমবার জিভে ঠেকাতে। তারপরে সেই বিড়ালের প্রতিক্রিয়া দেখে হেসে খুন নেট নাগরিকবাসীরা।

Advertisment

ড্যাম_এলি নামের এক টুইটার ব্যবহারকারী সম্প্রতি নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, চেয়ারে বসে আইসক্রিম খাচ্ছে একটি বিড়াল। জীবনে প্রথমবার স্বাদ গ্রহণ করছে আইসক্রিমের।

Advertisment

তারপরেই সেই মার্জার শাবকটি নতুন বস্তুর স্বাদ পেয়ে পিছনে ঘাড় সরিয়ে মুখ হাঁ করে রয়েছে। আইসক্রিমের ঠাণ্ডা কি পোষ্যটির ব্রেন অবধি পৌঁছে গেল, এমনটাই জিজ্ঞাসা করছেন নেটিজেনরা।

বিড়ালের সেই অদ্ভুত মিষ্টি এক্সপ্রেশনই নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল। অনেকে বিড়ালের এই এক্সপ্রেশন দেখে চমকৃত হলেও অনেকে আবার বিড়ালটির শারীরিক সমস্যা হতে পারে, এমন দুর্ভাবনা ব্যক্ত করেছেন। এই ভিডিও পোস্ট করার পর থেকে ভিউয়ার ১০ লক্ষ ছাড়িয়েছে। কমেন্ট করেছেন ৮০ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী।

Cat Ice cream