ছবি কতটা মিষ্টি হতে পারে! এমনই আলোচনা শুরু হয়ে গেল মঙ্গলবারের পর থেকে। নেটিজেনরা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন এমনই। কারণ আর কিছুই নয়। বিড়ালের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে একটি বিড়ালকে দেখা যাচ্ছে আইসক্রিম প্রথমবার জিভে ঠেকাতে। তারপরে সেই বিড়ালের প্রতিক্রিয়া দেখে হেসে খুন নেট নাগরিকবাসীরা।
ড্যাম_এলি নামের এক টুইটার ব্যবহারকারী সম্প্রতি নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, চেয়ারে বসে আইসক্রিম খাচ্ছে একটি বিড়াল। জীবনে প্রথমবার স্বাদ গ্রহণ করছে আইসক্রিমের।
I think we should all watch this cat try ice cream for the first time. pic.twitter.com/Y5t5nuMiDI
— no cuts no buts no coconuts (@damn_elle) June 8, 2020
I can't stop watching! That reaction is the best. I even showed my kids!
— ~*Killer Queen*~ ???????? (@KL_QueenB) June 8, 2020
Hahahha. Apparently cats can't taste sugar. My cat loves icecream.
— ηα∂ια (@DontDMmeMofos) June 8, 2020
this is actually dangerous. They have frozen the spoon for maximum effect & sent the cat into a seizure. Sorry to be that person but this isnt cute or funny
— Feral (@shuboogie) June 8, 2020
Jesus, I know it is funny but when I think about it, how scared the cat must be when it practically goes into a seizure...
I'm sorry to be a debbie downer.— MJInfoMan (@MJInfoMan1) June 8, 2020
I don't even think it's funny, I feel like a debbie downer also but that looks like it hurt the poor cat.
— MommaLioness (@MommaLioness) June 8, 2020
Poor thing. It did not enjoy that experience. ????
— Tom Fulop-Lover of all things SPACE ???????? (@TomFulop) June 8, 2020
I can never understand why people thinks it’s funny to watch an animal in distress. Maybe it’s just me ????♀️
— Sweetie@theritz (@dmccnn7) June 9, 2020
???? my cat comes running if she hears a spoon on a bowl. She loves ice cream
— Parks on the Grass (@WhimsicalAf) June 8, 2020
My cat Angel does, too, and yoghurt ????
— Donna ???? (@Donna060686) June 9, 2020
তারপরেই সেই মার্জার শাবকটি নতুন বস্তুর স্বাদ পেয়ে পিছনে ঘাড় সরিয়ে মুখ হাঁ করে রয়েছে। আইসক্রিমের ঠাণ্ডা কি পোষ্যটির ব্রেন অবধি পৌঁছে গেল, এমনটাই জিজ্ঞাসা করছেন নেটিজেনরা।
বিড়ালের সেই অদ্ভুত মিষ্টি এক্সপ্রেশনই নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল। অনেকে বিড়ালের এই এক্সপ্রেশন দেখে চমকৃত হলেও অনেকে আবার বিড়ালটির শারীরিক সমস্যা হতে পারে, এমন দুর্ভাবনা ব্যক্ত করেছেন। এই ভিডিও পোস্ট করার পর থেকে ভিউয়ার ১০ লক্ষ ছাড়িয়েছে। কমেন্ট করেছেন ৮০ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী।