New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/police-lathi-f.jpg)
দেখা যাচ্ছে তারা স্যানিটাইজার ও তেল মাখিয়ে তৈরি করছে লাঠি।
করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য ভারত সরকার ২১ দিন বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। ২১ দিনের 'লকডাউন' পালন করতে কঠর হয়েছে পুলিশ প্রশাসন। অকারনে রাস্তায় বেরোলেই বেধড়ক মারছে পুলিশ। এমনই বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে অবশ্য অনেকে দ্বিমত প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন, 'এরকম নির্মমভাবে মারার কোন মানে হয়না'। আবার অনেকে মন্তব্য করেছে, 'এমনটাই করা উচিত। নির্দেশ কেন পালন করবে না দেশের নাগরিক'।
মঙ্গলবারের ঘোষণায় প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, "আপনাকে বাঁচাতে আপনার পরিবারকে বাঁচাতে সামাজিক দূরত্ব বজায় রাখুন। অত্যাবশ্যকীয় পণ্য কিনতে যাওয়া ও জরুরি প্রয়োজন না পড়লে বাড়ি থেকে বেরোবেন না"। এদিন প্রধানমন্ত্রী সাফ জানিয়েছিলেন, "জনতা কার্ফুর চেয়ে অনেকটাই কঠর হবে এই ২১ দিন"।
এই পরিস্থিতিতে আইপিএস অফিসার পঙ্কজ টুইটারে একটি লাঠির ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে স্যানিটাইজার দিয়ে লাঠি প্রস্তুত করা হচ্ছে। ক্যাপশনে লেখা "সম্পূর্ণ তৈরি"।
একইভাবে, পাঞ্জাব পুলিশ একটি ভিডিও শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে তারা স্যানিটাইজার ও তেল মাখিয়ে তৈরি করছে লাঠি। প্রসঙ্গত, ভারতের মানুষকে নিরাপদে রাখতেই এই 'লকডাউন' জারি করা হয়েছে। পুলিশ অফিসার অনুরোধ করছেন আপনারা নিয়ম মেনে চলুন।
কিন্তু এই পোস্ট অফিসার টুইটার থেকে তুলে নিয়েছেন। কেন এই পোস্ট ডিলিট করা হল, সে বিষয়ে যথাযথ ব্যাখ্যা দেননি আইপিএস অফিসার।
ओह तेरी
Hope citizen do not give this opportunity to police to use these.. Hope they stay home— Tripti Singh (@triptidaudsar) March 24, 2020
Tweet deleted. pic.twitter.com/naEyiBrru7
— SamSays (@samjawed65) March 25, 2020
आशा करते है कि आप समाज के दुश्मन नहीं बनेंगे।
This #lockdown is for protection of you, your family and society , pls co-operate ????#Coronafighters pic.twitter.com/xc8gqJQQxH— Pankaj Nain IPS (@ipspankajnain) March 23, 2020
मानवता की भलाई के लिए ठुकाई होगी ,मगर मानव अधिकारों के साथ ???????????????????? pic.twitter.com/I3fPaYXMwK
— Ashwini Kumar (@Ashookb) March 24, 2020
????????????Demo for those who didn’t understood pic.twitter.com/gwOEfqvbW2
— Maulvi Jesus (@go4akki) March 24, 2020
Aata Majhi Satakli ???????????????? https://t.co/X6l6PR9J27 pic.twitter.com/hxoFmFv5Dq
— JAY ???? (@Jayu_1397) March 24, 2020
Read the full story in English