New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/dog.jpg)
এই নাচই মন কাড়ল সোশালের
হাসির কথা কিংবা ফেক ভিডিও মনে হলেও সত্যি কিন্তু এটাই। ক্লাসিকাল গানের সঙ্গে কুকুরের এই নাচই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তবে একা নন, মনিবের নাচ দেখে তারও সাধ হয়েছে ছলাকলা দেখানোর। আর সেই ভিডিও সোশালে পোস্ট হতেই হাসির রোল নেট মহলে।
Advertisment
অন্ধ্রপ্রদেশের চেরথালার বাসিন্দা একটি ক্লাসিকাল নাচে নৃত্যপরিবেশনের সিদ্ধান্ত নেন। হঠাৎই দেখা যায়, তিনি যেরকম করে অঙ্গভঙ্গি করছেন, তাঁর পোষ্যটিও পিছনে তেমনভাবেই নেচে উঠছেন। রীতিমতো শিক্ষার্থীর মতোই অনুসরণ করছেন শিক্ষিকার নাচ।
আরও পড়ুন, কপালজোর! তিমির পেটে গিয়েও প্রাণে বাঁচলেন ডুবুরি
Advertisment
এই ভিডিওটি দেখার পর মনিবের চেয়ে তাঁর পোষ্যর নাচেরই তারিখ করেছেন। তাঁদের মন ভাল করা বেশ কিছু কমেন্টেসের স্ক্রিন শট রইল-
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/screenshot.jpg)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন