New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-80.jpg)
হালকা বৃষ্টির মাঝে একই ছাতার নিচে ফুচকা খেতে দেখা যাচ্ছে বৃদ্ধ এক দম্পতিকে।
হালকা বৃষ্টি! ছাতার নিচে হাতে হাত, বৃদ্ধ দম্পতির ফুচকা খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। যা মন ছুঁয়ে গিয়েছে লাখ লাখ মানুষকে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। কিছু ভিডিও সত্যি মন ছুঁয়ে যায়। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা নস্ট্যালজিক করে তুলেছে নেটিজেনদের।
বৃষ্টির দিনে হালকা বৃষ্টির মাঝে একই ছাতার নিচে ফুচকা খেতে দেখা যাচ্ছে বৃদ্ধ এক দম্পতিকে। তাদের এই মিষ্টি প্রেম কেউ একজন ক্যামেরাবন্দী করেন। পরে তা ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে। একটি ছাতের নিচে দাঁড়িয়ে রয়েছেন বৃদ্ধ দম্পতি। দুজনকে একসঙ্গে ফুচকা খেতে দেখা যাচ্ছে। বৃদ্ধ বয়সে দুজনের মিষ্টি প্রেম মুগ্ধ করেছে সকলকে। এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গিয়েছে।
আরও পড়ুন : < মনের জোরেই লড়াই জারি, বাস্তবের নায়কের কাহিনী অনুপ্রেরণা জোগাবে >
এই ভিডিওটি শেয়ার করেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিওটি নিয়ে নানান প্রতিক্রিয়া সামনে এসেছে। একজন লিখেছেন, 'দুর্লভ এক প্রেমের দৃশ্য'। অপর এক এক ব্যবহারকারী লিখেছেন, 'হালকা বৃষ্টি আর মিষ্টি প্রেম সত্যিই খুব সুন্দর'।