scorecardresearch

নিখাদ ভালবাসা! আবেগে ভাসল নেটপাড়া, video viral

ভিডিওটি ১১ কোটির বেশি ভিউ হয়েছে এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ‘মিষ্টি’ বয়স্ক দম্পতির প্রতি তাদের ভালবাসা জানিয়েছেন।

elderly woman, viral

সোশ্যাল মিডিয়ায় নানান আবেগপ্রবণ ভিডিও ভাইরাল হয়। এমন ভিডিও দেখে অনেক সময়ই নিজেদের চোখের জল ধরে রাখতে পারেন না সোশ্যাল মিডিয়া ইউজাররা। সম্প্রতি এমনই এক ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে যা আপনাকে একাধারে হাসাবে এবং অন্যদিকে আপনার চোখে কল নিয়ে আসবে।

বৃদ্ধ বয়সে স্বামী-স্ত্রী’ই একে অন্যের সেরা ভরসা-অবলম্বন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে.. এক বৃদ্ধা নিজের হাতেই তার অসুস্থ স্বামীকে খাওয়াচ্ছেন। আর সেই ক্লিপ অনলাইনে ভাইরাল হয়েছে। ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এবং অবশ্যই এক সত্যিকরের ‘প্রেমে’র বার্তা দেবে।

ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ‘আবা জিওন’ নামের একজন অ্যানিমেটর। সংক্ষিপ্ত ক্লিপে, একজন বয়স্ক মহিলাকে তার স্বামীর সঙ্গে একটি অনুষ্ঠান বাড়িতে দেখা যায়। অসুস্থ স্বামীকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছেন ওই বৃদ্ধা। মুহূর্তটি দুর্মূল্য বলেই মনে করছেন নেটিজেনরা।

ভিডিওটি ১১ কোটির বেশি ভিউ হয়েছে এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ‘মিষ্টি’ বয়স্ক দম্পতির প্রতি তাদের ভালবাসা জানিয়েছেন। অনেকেই কমেন্টে লিখেছেন “ঈশ্বর সর্বদা তাদের সঙ্গে থাকুন, ওনাদের আশীর্বাদ করুন,”!

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Video of elderly woman feeding her husband will make you believe in true love it has over 11 million views