New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-289.jpg)
হাসির রোল নেটদুনিয়ায়
সিট বেল্ট বেঁধে গাড়িতে অবাধ ভ্রমণ বাছুরের, চালকের আসনে বসা এক যুবতী, ব্যাকগ্রাউন্ডে বাজছে ভক্তিগীতি। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে এই ভিডিও যা দেখে একেবারে চমকে উঠেছেন নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করছেন সকলেই। আর এমন ভিডিও সামনে আসতেই হাসির রোল নেটদুনিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। টুইটারে @Patekar_in নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এটি শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে এক মহিলাকে রাস্তায় গাড়ি চালাতে দেখা যায়। আশ্চর্যের ঘটনা ঘটে যখন মহিলাটি ক্যামেরা ঘোরান তখন দেখা যায় পাশের সিটে সিটবেল্ট লাগিয়ে বসা একটি বাছুর। বাছুরটিকে তার পাশের সিটে বসে সিট বেল্ট লাগিয়ে ভ্রমণ উপভোগ করতে দেখা যায়।
गाड़ी में कुत्तों को घुमाते हुए तो बहुत लोगों को देखा होगा, गौमाता को घुमाते हुए पहली बार देख रहा हूं.. नमन है इस बहन को देखते हैं कितने लोग लाइक करते हैं।
जय गौ माता❤️ जय गोविंदा🙏 pic.twitter.com/yc84FCP0WT— Nana Pateker 🇮🇳 Parody (@Patekar_in) April 26, 2023
বর্তমানে ভাইরাল এই ভিডিওটি ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে। খবর লেখা পর্যন্ত ২৩ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং ১৮০০ জনের বেশি ব্যবহারকারী ভিডিওটি লাইক করেছেন। একই সময়ে, ব্যবহারকারীরা ভিডিওটি দেখার পরে তাদের সুন্দর প্রতিক্রিয়া জানাতে ভোলেননি। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং লিখেছেন, ‘এটাই দেখার বাকী ছিল’, অন্য এক জন লিখেছেন, “জানিনা সোশ্যাল মিডিয়ার দৌলতে আরও কী কী সামনে আসবে”