Viral Video: পরিস্থিতির সঙ্গে আপোষহীন লড়াই, সন্তানকে মানুষ করতে প্রাণপাত বাবার, কৃত্রিম হাতের কেরামতি, চমকে উঠল সকলে

বাবারা তাদের সন্তানদের সুখের জন্য যে কোন কিছু করতে সর্বদা প্রস্তুত থাকেন। তারই জলজ্যান্ত প্রমাণ আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিও দেখলে আপনার চোখ ভিজে যাবে।

বাবারা তাদের সন্তানদের সুখের জন্য যে কোন কিছু করতে সর্বদা প্রস্তুত থাকেন। তারই জলজ্যান্ত প্রমাণ আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিও দেখলে আপনার চোখ ভিজে যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral video,Viral video of handicapped person,emotinal,viral,Father love,father emotional video

বাবারা তাদের সন্তানদের সুখের জন্য যে কোন কিছু করতে সর্বদা প্রস্তুত থাকেন। তারই জলজ্যান্ত প্রমাণ আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিও দেখলে আপনার চোখ ভিজে যাবে।

পরিস্থিতির সঙ্গে লড়াই, হাসি মুখে বাবার সাহসিকতাকে কুর্নিশ নেটপাড়ার। বাবার ভিডিও অনুপ্রেরণা জুগিয়েছে লাখো মানুষকে।

Advertisment

বাবারা তাদের সন্তানদের সুখের জন্য যে কোন কিছু করতে সর্বদা প্রস্তুত থাকেন। তারই জলজ্যান্ত প্রমাণ আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিও দেখলে আপনার চোখ ভিজে যাবে।

মা যখন সন্তানদের মাতৃস্নেহের লালন-পালন করেন, তখন বাবাই তাকে আঙুল ধরে জীবনে এগিয়ে যেতে শেখান। বাবারা সন্তানের সুখের জন্য নিজের জীবনের সবকিছুকে বিসর্জন দিতে এক মুহুর্তের জন্যও ভাবেন না। এমনই এক ভিডিও এবার প্রকাশ্যে।

Zindagi.gulzar.h অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে যার হাত দুটি নেই। তাকে তার কৃত্রিম হাতের সাহায্যে ড্রাম বাজাতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা, 'একজন বাবা তার সংসার চালাতে অনেক কিছু করেন।' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে মানুষ আবেগে ভেসে গিয়েছেন। এই ভিডিওটি প্রমাণ করে যে যতই অসুবিধা বা সমস্যা আসুক না কেন, বাবারা তাদের সন্তানের জন্য সাহসের সঙ্গে প্রতিটি সমস্যাকে হাসি মুখে জয় করেন।

Advertisment

এই ভিডিওটি এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ লাইক করেছেন। এই ভিডিওটি দেখার পর অনেক ব্যবহারকারী তাঁদের বাবাকে স্মরণ করে নস্ট্যালজিক হয়ে পড়েছেন। এক ব্যবহারকারী বলেছেন, 'বাবার দায়িত্ব অনেক বড়।'

viral