New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/viral-feature-10.jpg)
গলায় জাস্টিন বিবারের গানের সুর।
সে খানিক উৎসাহী হয়ে কোদাল হাত থেকে নামিয়ে মোবাইলে গানটি আসতে করে চালিয়ে, সুরটি কানে পৌঁছাতেই শুরু করল গান গাওয়া।
গলায় জাস্টিন বিবারের গানের সুর।
রোদে পুড়ে মাঠে চাষ করছিলেন কৃষক। এরই মাঝে তিনি গেয়ে উঠলেন ইংরেজি গান। মাথায় গামছা, হাঁটুর ওপরে লুঙ্গি কষে বাঁধা, রোদের তীব্রতা পুড়িয়ে ফেলেছে চামড়া, কড়া পড়া হাতে ধরা কোদাল, আর গলায় জাস্টিন বিবারের গানের সুর। 'বেবি' গানে মজেছে কৃষক ভাই। যার ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন: ‘এমনই হোক ভালোবাসা’, স্বামীর কাণ্ডকারখানায় মন্তব্য সোশাল মিডিয়ার
ভিডিওটিতে দেখা যাচ্ছে, কৃষক কোদাল দিয়ে শক্ত মাটি কোপাতে ব্যস্ত। এমন সময় তাঁকে অনুরোধ করা হয় গানটি গাওয়ার জন্য। তখন সে খানিক উৎসাহী হয়ে কোদাল হাত থেকে নামিয়ে মোবাইলে গানটি আসতে করে চালিয়ে, সুরটি কানে পৌঁছাতেই শুরু করল গান গাওয়া। ইংরেজি শব্দ বুঝে তা হাতে মুখে অভিনয় করেও দেখান তিনি। যার ভিডিও মন কেড়েছে নেট নাগরিকদের।
দেখুন ভিডিও...
Read the full story in English