New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-72.jpg)
‘আমি সাবান দারুণ পছন্দ করি' বলার পরই হেসে খেয়ে ফেললেন তরুণী,
ভিডিওটি দেখার পরে, আপনিও এই মহিলার সৃজনশীলতার প্রশংসা করতে বাধ্য হবেন।
‘আমি সাবান দারুণ পছন্দ করি' বলার পরই হেসে খেয়ে ফেললেন তরুণী,
‘আমি সাবান দারুণ পছন্দ করি' বলার পরই হেসে সেটি খেয়ে ফেললেন তরুণী। শোরগোল ফেলা কাণ্ড ভাইরাল নেটদুনিয়ায়। ইনস্টাগ্রামে শেয়ার করা এই রিলটি ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে। ভিডিও ভাইরাল হতেই অজস্র মন্তব্য এবং লাইক পেয়েছে। পুরো ভিডিওটি দেখলে গোটা ঘটনাটি পরিষ্কার হবে আপনার কাছে। ভিডিওটি দেখার পরে, আপনিও তরুণীর সৃজনশীলতার প্রশংসা করতে বাধ্য হবেন।
সোশ্যাল মিডিয়ায় মানেই চমকের ছড়াছড়ি। আর আজ এমনই এক চমক ভাইরাল হয়েছে যা দেখে পিলে চমকে উঠেছেন নেটপাড়ার সকলেই। সাবান চেটেপুটে উপভোগ করে খাচ্ছেন এক তরুণী। প্রথমে দেখলে ভাববেন মাথা খারাপ হল নাকি? পরে গোটা বিষয়টি পরিষ্কার হবে। আর ভিডিও দেখে মহিলার সৃজনশীলতাকে কুর্নিশ জানাতে বাধ্য হবে আপনিও।
ইনস্টাগ্রামের শেয়ার করা ভিডিও'র ক্যাপশনে লেখা "আমি সাবান খেতে ভালোবাসি"। এরপরই রিলে দেখা যাচ্ছে সুচি দত্ত নামের এক তরুণী তার হাতের সামনে থাকা একটি সাবানকে তুলে নিয়ে সেটি খেতে শুরু করে দেন। আপাতদৃষ্টিতে তরুণীকে সাবান খেতে দেখে সকলেই অবাক। প্রাথমিক ধাক্কা সামলে উঠেই স্বস্তি ধরা পড়ল নেটিজেনদের চোখে মুখে। কেন? ভিডিওটি দেখুন।