New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-228.jpg)
চমকে উঠেলন লক্ষ লক্ষ মানুষ, জলের নীচেও এত সাবলীল নাচ, কীভাবে প্রশ্ন নেটপাড়ার
উৎসবের মরসুমে মন ভাল করা এক ভিডিও।
চমকে উঠেলন লক্ষ লক্ষ মানুষ, জলের নীচেও এত সাবলীল নাচ, কীভাবে প্রশ্ন নেটপাড়ার
সোশ্যাল মিডিয়া মানেই চমকে ছড়াছড়ি। এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের সামনে এসে পৌঁছায় যা দেখে তাজ্জব হয়ে যেতেই হয়। কিছু ভিডিও সত্যি অবাক করার মতই।
চলছে উৎসবের মরসুম। সামনে আসছে নানান ভিডিও। সোশ্যাল মিডিয়া এমনই এক জায়গা যেখানে সহজেই সেলেব হওয়ার সুযোগ থাকে। আর সেই সুযোগ হাতছাড়া করতে চাইছে না কেউই। রিল বানানোর নেশায় একদিকে যেমন বুঁদ তরুণ প্রজন্মের একাংশ। ঠিক তখনই সোশ্যাল মিডিয়াকে সামনে রেখে নিজেদের নানান অজানা প্রতিভা লাখ মানুষের সামনে মেলে ধরতেও দেরি করছেন তা সোশ্যাল মিডিয়া স্টারেরা। এমনই এক ভিডিও ইতিমধ্যেই তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। ভাইরাল এই ভিডিওটি ইতিমধ্যেই দেখেছেন ১০ লক্ষের বেশি মানুষ। যুবকের প্রতিভা দক্ষতা চমকে দিয়েছে তাদের। জলের নীচে সাবলীল ভাবে ডান্ডিয়া নাচ করছেন এক যুবক। যা দেখে চোখ কপালে নেটপাড়ার। ভিডিও না দেখলে বিশ্বাসই করবেন না। জলের নিচেই তিনি গরবা নাচ দেখালেন, যা দেখার পরে নেটিজ়েনরা একপ্রকার অভিভূত।
দেখুন ভিডিও
প্রিন্সেপ ঘাট স্টেশনে নাচ বঙ্গতনয়ার
অন্যদিকে বাঙালি মেতে উঠেছে প্রাণের পুজোয়। এই সময় প্যাণ্ডেল হপিং থেকে আড্ডা- জমিয়ে খাওয়া-দাওয়ার সঙ্গে সঙ্গেই চলছে রিল বানানো। সম্প্রতি এক বঙ্গতনয়ার প্রিন্সেপ ঘাট স্টেশনে নাচের ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার নাচ দেখতে রীতিমত ভিড় জমে যায়। সাবলীল নাচের ভঙ্গি মন জয় করবেই দেখুন ভিডিও