অলক্ষ্যে ATM থেকে স্যানিটাইজার চুরি 'ভদ্র' যুবকের, CCTV ফুটেজের ভিডিও ভাইরাল

এরপর হঠাৎই জেন্টলম্যানের চোখ যায় স্যানিটাইজার বোতলটিতে। টাকা তোলার আগে সেটিকে চেক করে নেন ভালো করে।

এরপর হঠাৎই জেন্টলম্যানের চোখ যায় স্যানিটাইজার বোতলটিতে। টাকা তোলার আগে সেটিকে চেক করে নেন ভালো করে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুখে মাস্ক পরে ATM-এ ঢুকলেন এক যুবক। পোশাকে 'জেন্টলম্যান'। পিঠে ব্যাগ। করোনাকালের নিয়ম মেনে এটিএম-এ ঢুকে স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করে মানিব্যাগ থেকে কার্ড বের করে টাকা তোলার কাজ শুরু করেন আইন মেনেই।

Advertisment

করোনার মধ্যে সকলেই আমরা মাস্ক থেকে স্যানিটাইজেশনে অভ্যস্ত হয়ে উঠেছি। গত এক বছরে, ব্যাঙ্ক, অফিস এবং রেস্তোঁরাগুলির প্রবেশদ্বারগুলিতে রাখা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এখন বাধ্যতামূলক। কিন্তু এরপর হঠাৎই জেন্টলম্যানের চোখ যায় স্যানিটাইজার বোতলটিতে। টাকা তোলার আগে সেটিকে চেক করে নেন ভালো করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায় টাকা তোলার পর অত্যন্ত শান্তভাবে স্যানিটাইজার বোতলটিকে স্ট্যান্ড থেকে সরিয়ে নিজের ব্যাগে চালান করেন ওই ব্যক্তি। এরপর সটান বেরিয়ে যান এটিএম থেকে।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral