New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/VIRAL.jpg)
ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই মুখ্যমন্ত্রীর নজরে পড়ে। তার এই ভালোবাসা ও এই কষ্টকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রী গ্রিন মণিপুর প্রকল্পে তাকে ব্যান্ড অ্যাম্বাসাডর করেছেন।
সাধ করে গাছ পুতেছিল ছোট্ট মেয়েটি। গ্রামের লোক সেই গাছ অজান্তে উপরে ফেলে। যা দেখে চোখের জল আটকাতে পারেনি খুদে। কোনোভাবেই গাছের কষ্টকে সে ভুলতে পারছিল না। সোশাল মিডিয়ায় সেই কান্নার ভিডিও এখন ভাইরাল। মন কেড়েছে নেটাপাড়ার। মণিপুরের বাসিন্দা ওই মেয়েটির নাম ভ্যালেন্টিনার। রাজ্যের মুখ্য়মন্ত্রী এন বীরেন সিংহ গ্রিন মণিপুর মিশন প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছেন তাকে।
স্থানীয় আমুতোম্বি ডিভাইন লাইফ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ভ্যালেন্টিনা। কান্নার কারণ তাকে জিজ্ঞাসা করলে সে বলেন, "আমি খুব আশা নিয়ে গাছ দুটো পুঁতে ছিলাম। আমি খুব ভালোবাসতাম ওদের। গাছ গুলো কারা যেন উপরে দিয়েছে। আমার যে খুব কষ্ট হচ্ছে"।
Thank you for not appointing another Bollywood celeb! Genuine people like this inspire others a lot more than the fake ones... https://t.co/eCGHkRWnGU
— Pradeep Amaresan (@PradeepAmaresan) August 9, 2019
Heart touching endeavour. God bless you both... ???? https://t.co/dbPhRHvPfC
— Vikrant (@vikrantkumar) August 8, 2019
Heart touching endeavour. God bless you both... ???? https://t.co/dbPhRHvPfC
— Vikrant (@vikrantkumar) August 8, 2019
I feel her pain????! More power to you girl!! ????????????????✨???? #GreenManipur https://t.co/gMA4r1DMq9
— Meelögsin (@meelogsin) August 8, 2019
True love in sync with Nature .
I salute the young girl .???? https://t.co/ZcvyfoxISv— muthumani r (@53192ind_r) August 9, 2019
ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই মুখ্যমন্ত্রীর নজরে পড়ে। তার এই ভালোবাসা ও এই কষ্টকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রী গ্রিন মণিপুর প্রকল্পে তাকে ব্যান্ড অ্যাম্বাসাডর করেছেন। এখন থেকে রাজ্যের বিভিন্ন বৃক্ষরোপন অনুষ্ঠানে যাতে অংশগ্রহণ করবে ভ্যালেন্টিনা