বলিউডের গানে কোমর দোলালেন পুলিশ কর্মীরা, দেখলে চমকে যাবেন

দীপাবলিতে একদল পুলিশ কর্মী ইউনিফর্ম গায়ে নাচলেন বলিউডেরই সব সুপারডুপার হিট গানের তালে।

দীপাবলিতে একদল পুলিশ কর্মী ইউনিফর্ম গায়ে নাচলেন বলিউডেরই সব সুপারডুপার হিট গানের তালে।

author-image
IE Bangla Web Desk
New Update
New Zealand, নিউজিল্য়ান্ড

সেই দৃশ্য়।

ভারতের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও বলিউডকে ঘিরে উদ্দীপনা কম নয়। তারই একটা নমুনা চোখে পড়ল নিউজিল্য়ান্ডে। দীপাবলিতে একদল পুলিশ কর্মী ইউনিফর্ম গায়ে নাচলেন বলিউডেরই সব সুপারডুপার হিট গানের তালে।

Advertisment

যেই না বেজে উঠল ‘কালা চশমা’ বা ‘ল্য়াড়কি কর গ্য়ায়ি চুল’-এর মতো গান, অমনি কোমর দোলালেন ওই পুলিশ কর্মীরা। যা দেখে মজেছেন নেটিজেনরাও।

বলিউডের গানে নেচে পুলিশ কর্মীদের ওই দলটি হাততালিও অনেক কুড়িয়েছেন।

Advertisment

দেখুন ভিডিও:


 

আরও পড়ুন: কী কাণ্ড! কাঁচা মাছ খেলেন প্রাক্তন মন্ত্রী

নেটিজেনদের অনেকে বলছেন, তাঁরা সত্য়িই দারুণ নেচেছেন। কেউবা আবার নিউজিল্য়ান্ড পুলিশকে ধন্য়বাদও জানিয়েছেন।

দেখুন কে কী বললেন,

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral