বিমানে খৈনির নেশায় বুঁদ বৃদ্ধ...ভিডিও দেখে হেসে খুন নেটপাড়া

ভাইরাল হওয়া এই ভিডিওতে এক বৃদ্ধকে বিমানে বসে খৈনি খেতে দেখা যাচ্ছে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে এক বৃদ্ধকে বিমানে বসে খৈনি খেতে দেখা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Flight,Viral video,trending news,Funny Video,Man Eating Tobacco On Plane,Flight Viral Video,Man Eating Tobacco On Flight,Older Man Eating Tobacco On Flight,Trending News,Man Eating Tobacco in flight,Man Eating Tobacco in flight Viral Video,Man Eating Tobacco in flight News,Funny News,Latest Funny Videos,Man Eating Tobacco in flight Funny Video

লোকাল ট্রেনে বা বাসে অনেককেই খৈনি খেতে দেখা যায়। তবে ভাইরাল হওয়া এই ভিডিওতে এক বৃদ্ধকে বিমানের আয়েস করে বসে হাতে খৈনি ডলে তা মুখে নিতে দেখা যায়। এই ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ভিডিও দেখে হেসে খুন নেটপাড়া।

Advertisment

বিমানে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই ভাইরাল হচ্ছে। যার মধ্যে কিছু ভিডিও মানুষকে অবাক করে। আবার কিছু ভিডিও মানুষকে হাসাতে বাধ্য করে। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে হেসে খুন নেটপাড়া।

Advertisment

ভাইরাল হওয়া এই ভিডিওতে এক বৃদ্ধকে বিমানে বসে খৈনি খেতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে। ভিডিওটি দেখে অনুমান করা যায় যে কাছাকাছি বসা কোনো যাত্রী খৈনি খাওয়ার এই ভিডিও মোবাইল ক্যামেরায় রেকর্ড করেছেন, এখন এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে।

viral