Advertisment

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘটে গেল চরম বিপত্তি, গরুর গুঁতোয় ওষ্ঠাগত প্রাণ, দেখুন সেই ভিডিও

দুর্ঘটনার পর চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা গরুর মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi News,Faridabad News,Haryana,Chennai Viral Video,Latest News in Hindi,Trending Story,case against cattle owner,Chennai corporation,Trending Video,Viral Video,Cow Attack on Girl,Cow Attack on Girl Viral Video,Cow Attack on Girl Video,Cow Attack on Girl in Chennai,Cow Attack on Girl in Chennai Viral Video,Trending News

স্কুল থেকে বাড়ি ফেরার পথে গরুর গুঁতো। আক্রমণের তীব্রতায় আঁতকে উঠলো নেটপাড়া। কোনক্রমে প্রাণে বাঁচল একরত্তি মেয়েটি। এই ভয়ঙ্কর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে একেবারে শিউরে উঠেছেন সকলেই।

Advertisment

এই ভয়ঙ্কর ভিডিওটি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের এমএমডিএ কলোনির। যেখানে দেখা যাচ্ছে ছোট মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার সময় গরুর আক্রমণের মুখে পড়ে। গরুটি তাকে তুলে নিয়ে মাটিতে আছড়ে ফেলে। ভিডিওতে দেখা যায় কিভাবে  বারবার ছোট মেয়েটিকে আক্রমণ করছে গরুটি। ৯ আগস্ট ঘটে যাওয়া এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে যা সত্যিই মর্মান্তিক।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, নয় বছর বয়সী একটি মেয়ে তার মা এবং পাঁচ বছরের ভাইকে নিয়ে স্কুল থেকে ফিরছিল, তখন রাস্তায় দুটি গরু তাদের সামনে আসে। এদিকে পিছন ফিরতেই হঠাৎ একটি গরু শিশুটিকে আক্রমণ করে।  ভিডিওতে দেখা যায়, গরুটি তার শিং দিয়ে তুলে মেয়েটিকে মাটিতে ফেলে দেয় এবং একের পর এক হামলা চালায় মেয়েটির ওপর। মায়ের চিৎকার শুনে সেখানে উপস্থিত লোকজন পাথর ছুড়ে গরুটিকে তাড়ানোর চেষ্টা শুরু করলেও বারবার মেয়েটির ওপর হামলা চালাতে থাকে গরুটি। এই ভয়ঙ্কর দৃশ্যটি কাছাকাছি একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা এখন ভাইরাল হচ্ছে।  

উদ্ধারের পর মেয়েটিকে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। জানা গিয়েছে, এই দুর্ঘটনার পর চেন্নাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের আধিকারিকরা গরুর মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এ বিষয়ে কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, 'রাস্তায় অবাধে বিচরণকারী পশু জনসাধারণের অসুবিধার সৃষ্টি করলে বা গবাদি পশু পালনের অন্যান্য মানদণ্ড লঙ্ঘন করলে পশুর মালিকদের জরিমানা করা হবে।

Viral Video
Advertisment