New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/theresa-may-dance-kenya-759.jpg)
নাইরোবির এক অনুষ্ঠানে পা মেলালেন থেরেসা
যেমন তেমন নাচ নয়, এক্কেবারে পেপে বিটসের সঙ্গে তাল মিলিয়ে নাচলেন মে। হলই বা বকের মতো নাচ, তাও তো নাচলেন। আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মাঝমাঠে হাত পা ছুড়বেন, আর তা নিয়ে সোশাল মিডিয়ায় হৈচৈ হবে না, তা কি হয়!
নাইরোবির এক অনুষ্ঠানে পা মেলালেন থেরেসা
'যে রাঁধে সে চুলও বাঁধে'। ক্লিশে হয়ে আসা এই প্রবাদ কিন্তু এখনও ফেলনা নয় মোটে। ছাপোষা মধ্যবিত্ত থেকে তাবড় রাষ্ট্রনায়ক, সবার জন্য এখনও প্রযোজ্য তা। এই টেরিজা মে-র কথাই ধরুন। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে একটা গোটা দেশ সামলে দিব্যি অবসরে নাচ গানও করছেন। আর অবসর কেন? কাজের মাঝেও তো করছেন। তাঁর আফ্রিকা সফর শেষ হওয়ার মুখে গিয়েছিলেন কেনিয়ার রাষ্ট্রপুঞ্জের দফতরে। সেখানেই এক অনুষ্ঠানে তাঁর সুযোগ আসে নাচার। অমনি সপ্রতিভ ভাবে নেচেও ফেলেন প্রধানমন্ত্রী।
যেমন তেমন নাচ নয়, এক্কেবারে পেপে বিটসের সঙ্গে তাল মিলিয়ে নাচলেন মে। হলই বা বকের মতো নাচ, তাও তো নাচলেন। আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মাঝমাঠে হাত পা ছুড়বেন, আর তা নিয়ে সোশাল মিডিয়ায় হৈচৈ হবে না, তা কী হয়!
Theresa May dancing to Baby Shark is actually the only video you need in your life rn... pic.twitter.com/UczPpxrHoF
— Sam Oliver (@SamOli94) August 30, 2018
নানা প্রতিক্রিয়ায় ফেটে পড়ল নেটদুনিয়া। কেউ হাসছেন, কেউ মিম বানাচ্ছেন তাঁকে নিয়ে।
Theresa May is the dancing queen part 2 pic.twitter.com/0hJNSAyYEg
— Emily ???? (@emilybennett27) August 30, 2018
টুইটারে সেই ভিডিও এখন ভাইরাল। শেয়ার করে কেউ লিখছেন তিনি ড্যান্সিং কুইন।
???? If she's not running through fields of wheat she's doing this!!! ????????♂️
Well you know what they say:
"Sing like no one is listening.
Love like you’ve never been hurt.
Dance like Theresa May!" ????#TheresaMayDancing #funny #FridayFeeIing #Dancing #StrictlyComeDancing https://t.co/NX8QUUCPKr— Peter McPherson (@_PeterMcPherson) August 31, 2018
কেউ বলছেন, মন খুলে গাইবার সময় যেমন মাথায় রাখতেই নেই কেউ সেই গান শুনছে, ভালবাসতে হলে যেমন ভুলে যেতে হয় সব আঘাতের কথা, তেমনই নাচতে হলে তা হওয়া উচিত টেরিজার মতো।
After watching #TheresaMay dance like that, my parents are forgiven for all those times they embarrassed me as a kid. Bathong Rakgadi Theresa???????????????????? gape o bina ditrupa shu ???????????????? I’m finished! https://t.co/SXEIHBs8NW
— Matuba Mahlatjie (@MahlatjieMatuba) August 31, 2018
অনেকেই ছোটবেলায় বাবা মায়ের নাচের সময় লজ্জা পেতেন। আজ সে সব লজ্জা ঘুচে মুছে যাচ্ছে লিখেও টুইট করেছেন কেউ।
আপনিই বলুন, উঠোন তো ব্যাঁকাই ছিল, তাও তো নাচলেন টেরিজা মে। এটাই বা ক'জন পারে?