উঠোন ব্যাঁকা, তাও নাচলেন প্রধানমন্ত্রী টেরিজা! ভাইরাল হল ভিডিও

যেমন তেমন নাচ নয়, এক্কেবারে পেপে বিটসের সঙ্গে তাল মিলিয়ে নাচলেন মে। হলই বা বকের মতো নাচ, তাও তো নাচলেন। আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মাঝমাঠে হাত পা ছুড়বেন, আর তা নিয়ে সোশাল মিডিয়ায় হৈচৈ হবে না, তা কি হয়!

যেমন তেমন নাচ নয়, এক্কেবারে পেপে বিটসের সঙ্গে তাল মিলিয়ে নাচলেন মে। হলই বা বকের মতো নাচ, তাও তো নাচলেন। আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মাঝমাঠে হাত পা ছুড়বেন, আর তা নিয়ে সোশাল মিডিয়ায় হৈচৈ হবে না, তা কি হয়!

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নাইরোবির এক অনুষ্ঠানে পা মেলালেন থেরেসা

'যে রাঁধে সে চুলও বাঁধে'। ক্লিশে হয়ে আসা এই প্রবাদ কিন্তু এখনও ফেলনা নয় মোটে। ছাপোষা মধ্যবিত্ত থেকে তাবড় রাষ্ট্রনায়ক, সবার জন্য এখনও প্রযোজ্য তা। এই টেরিজা মে-র কথাই ধরুন। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে একটা গোটা দেশ সামলে দিব্যি অবসরে নাচ গানও করছেন। আর অবসর কেন? কাজের মাঝেও তো করছেন। তাঁর আফ্রিকা সফর শেষ হওয়ার মুখে গিয়েছিলেন কেনিয়ার রাষ্ট্রপুঞ্জের দফতরে। সেখানেই এক অনুষ্ঠানে তাঁর সুযোগ আসে নাচার। অমনি সপ্রতিভ ভাবে নেচেও ফেলেন প্রধানমন্ত্রী।

Advertisment

যেমন তেমন নাচ নয়, এক্কেবারে পেপে বিটসের সঙ্গে তাল মিলিয়ে নাচলেন মে। হলই বা বকের মতো নাচ, তাও তো নাচলেন। আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মাঝমাঠে হাত পা ছুড়বেন, আর তা নিয়ে সোশাল মিডিয়ায় হৈচৈ হবে না, তা কী হয়!

Advertisment

নানা প্রতিক্রিয়ায় ফেটে পড়ল নেটদুনিয়া। কেউ হাসছেন, কেউ মিম বানাচ্ছেন তাঁকে নিয়ে।

টুইটারে সেই ভিডিও এখন ভাইরাল। শেয়ার করে কেউ লিখছেন তিনি ড্যান্সিং কুইন।

কেউ বলছেন, মন খুলে গাইবার সময় যেমন মাথায় রাখতেই নেই কেউ সেই গান শুনছে, ভালবাসতে হলে যেমন ভুলে যেতে হয় সব আঘাতের কথা, তেমনই নাচতে হলে তা হওয়া উচিত টেরিজার মতো।

অনেকেই ছোটবেলায় বাবা মায়ের নাচের সময় লজ্জা পেতেন। আজ সে সব লজ্জা ঘুচে মুছে যাচ্ছে লিখেও টুইট করেছেন কেউ।

আপনিই বলুন, উঠোন তো ব্যাঁকাই ছিল, তাও তো নাচলেন টেরিজা মে। এটাই বা ক'জন পারে?

viral