New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-20.jpg)
এই ভিডিওটি দেখার পর মানুষজন সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার করছেন।
ট্রেন থামিয়ে লেবেল ক্রসিংয়ের গেট নামাচ্ছেন লোকো পাইলট। আবার ক্রসিং পেরিয়ে ট্রেন দাঁড় করিয়ে সেই গেট খুলে দিচ্ছেন পিছনের বগিতে থাকা এক রেলকর্মী। এমনই এক ভিডিও ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে ঘটনাটি বিহারের।
ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেন লেবেল ক্রসিংয়ের কাছে এসে হঠাৎ থেমে যায়। এর পর লোকো পাইলট ট্রেন থেকে নেমে নিজেই গেট বন্ধ করে দেন। গেট বন্ধ হওয়ার পর ট্রেনটি গেট পার হয়ে আবার থামে। এই সময় ট্রেনের পিছনের বগিতে বসা এক রেল কর্মচারী নেমে ফিরে গেট খুলে দেন। এই ভিডিওটি দেখার পর মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার করছেন।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে indian.official.memes নামে একটি পেজ শেয়ার করেছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখেছেন। এটা দেখার পর মানুষজন নানা মন্তব্যও করেছেন।