New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/12-08-40-dog_759_twt.jpg)
সেখানেই দেখা গিয়েছে ১৫ বছরের বর্ষীয়ান সারমেয় ক্যানইন। সে তার মালিকের চারপাশ ঘুরে চলেছে ঘ্রাণ নিতে নিতে। তারপরেই আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পরে মালিকের কোলে।
দৃষ্টিহীন এক কুকুর। সেই কুকুরই জীবনের চরমতম আনন্দ পায় মালিককে খুঁজে পেয়ে। স্রেফ ঘ্রাণ দিয়েই চিনে ফেলে মালিক। তারপর তার উল্লাস মন জিতে নিয়েছে নেটিজেনদের।
এমনি এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানেই দেখা গিয়েছে ১৫ বছরের বর্ষীয়ান সারমেয় ক্যানইন। সে তার মালিকের চারপাশ ঘুরে চলেছে ঘ্রাণ নিতে নিতে। তারপরেই আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পরে মালিকের কোলে। ৩২ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখনো পর্যন্ত ভিউয়ারের সংখ্যা ৫ মিলিয়নেরও বেশি।
At 15 her eyesight isn’t great so she needs a little sniff before she recognises me. :) pic.twitter.com/9tRuexuJyj
— The Jase ???? ???? ???? (@jasemonkey) July 17, 2020
Something to make you smile today ???? https://t.co/UenSelf7hj
— Erika Rabara (@erikarabara) July 20, 2020
Adorable little one! ????♥️ https://t.co/0yJuvytsFD
— Shoma Munshi (@DrShomaMunshi) July 20, 2020
I miss my dog. I used to have the exact same dog and she used to do the exact same thing. https://t.co/FLUyWWCkRs
— Mrs Bantu (@faoubiera) July 20, 2020
Daily dose of soul healing https://t.co/ulDCjCt4vn
— Chris Captures ???????? (@ChrisCaptures) July 20, 2020
Adorable little one! ????♥️ https://t.co/0yJuvytsFD
— Shoma Munshi (@DrShomaMunshi) July 20, 2020
'জেসমনকি' নামের এক টুইটার ব্যবহারকারী নিজের একাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করে লেখেন, "১৫ বছর বয়সে ওর দৃষ্টিশক্তি মোটেই আর আগের মত নেই, তাই আমাকে চেনার জন্য একটু ঘ্রাণ নিয়েছিল।"
এই ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। সকলেই বাড়ির পোষ্যদের সঙ্গে নিজেদের ব্যক্তিগত ঘটনা লিখতে থাকেন।