বাঁচার তাগিদ! দক্ষ হাতে বাসের স্টেয়ারিং ধরেই সামিল জীবন যুদ্ধে, মহিলার কাহিনী চমকে দেবে

আজকাল এক অনন্য ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আজকাল এক অনন্য ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral News, Viral Videos, Trending News, Lady Driving Bus, Women Bus Driving Video, Viral on Internet

আজকাল এক অনন্য ভিডিও ভাইরাল হচ্ছে।

মাঝে মধ্যেই জীবন সংগ্রামের নানান অজানা কাহিনী সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে। এই সকল ভিডিও আমাদের নতুন করে বাঁচার প্রেরণা ও শক্তি জোগায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও দেখা গেছে যা সাধারণত বিরল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এক মহিলার বাস চালানোর একটি ভিডিও। যিনি সংসার চালাতে হাতে তুলে নিয়েছেন বাসের স্টেয়ারিং।

Advertisment

আজকাল এক অনন্য ভিডিও ভাইরাল হচ্ছে। রাস্তাঘাটে মহিলাকে বাইক বা ই-রিকশা চালাতে দেখেছেন বহুবার। তবে রাস্তায় কোন মহিলাকে  বাস চালাতে দেখেছেন কী? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন।  ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে  শাড়ি পরা অবস্থায় ওই মহিলা দক্ষতার সঙ্গে বাস চালাচ্ছেন।  

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে।  ভিডিওটি দেখার পরে, মহিলার সাহসিকতা ও জীবন সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিককা। একজন ব্যবহারকারী লিখেছেন-  আমাদের দেশের মহিলারা কোন কিছুতেই পিছিয়ে নেই। এঁদের নিয়ে দেশের মানুষের গর্ব করা উচিত। আরেক ব্যবহারকারী লিখেছেন- এই মহিলাকে স্যালুট।

viral