সিগন্যাল উপেক্ষা করে দ্রুতগতির বাসের ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি। কলকাতার এই রুদ্ধশ্বাস পথদুর্ঘটনার ভিডিওটি দেখেছেন তো? প্রতিদিনই পথে ঘাটে বেরিয়ে দুর্ঘটনার মুখে পড়েন হাজার হাজার মানুষ। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার কারণ গাড়ির দ্রুত গতি। তেমনই এক রুদ্ধশ্বাস ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। পথ দুর্ঘটনার একটি মর্মান্তিক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
একটি দ্রুতগামী বাস সিগন্যাল উপেক্ষা করে সামনে আসা একটি গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।পথ দুর্ঘটনার এই হাড়হিম ভিডিও এখন ভাইরাল হচ্ছে। একটি দ্রুতগামী বাস একটি গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে ২ অক্টোবর সল্টলেকে।
ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতার রাস্তায় একটি দ্রুতগামী বাস সিগন্যাল উপেক্ষা করে একটি গাড়িতে ধাক্কা দেয়। তারপর ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কারুর মৃত্যু হয়নি। দুর্ঘটনা পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে দুর্ঘটনার দৃশ্য সেখানকার সিসিটিভি ফুটেজে রেকর্ড করা হয়েছে। এখন এই ভিডিও ভাইরাল হচ্ছে।