বিজ্ঞান যতই এগোক না কেন, আজও আমাদের দেশের একটা বড় অংশের মানুষ ঋতুমতী হওয়া মেয়েদের সঙ্গে অস্পৃশ্যের মতোই ব্যবহার করা হয়। যেন কোন বড় অপরাধ করে ফেলেছে মেয়েটি। শহরের পাশাপাশি গ্রামেগঞ্জে চিত্রটা আরও ভয়ঙ্কর। ঋতুস্রাব নিয়ে সমাজের যাবতীয় উপেক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে মেয়ে ঋতুমতী হতেই কেক কেটে তা 'সেলিব্রেট' করল মা-বাবা। এমনই ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া।
Advertisment
আজও যেখানে পরিবার, সমাজে মানুষজন ঋতুস্রাব নিয়ে কথা বলতে লজ্জা বোধ করেন। যেখানে দোকান থেকে স্যানিটারি প্যাড আজও কাগজে মুড়িয়ে চোখের আড়াল করে দেওয়া হয়। সেখানে বাবা-মায়ের এমন উদ্দোগ নজর কেড়েছে সকলের। সমাজকে এক অভিশাপ থেকে মুক্তি দিয়েছেন এই অভিভাবক। তাঁরা সমাজকে নতুন পথ দেখিয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়। উত্তরাখণ্ডের এক দম্পতি মেয়ে ঋতুমতী হওয়ায় ঘটা করে করেছেন সেলিব্রেশন। উদ্দেশ্য সমাজকে আলোর দিশা দেখানো। আজ মানুষের চিন্তাধারায় অনেক বদল এলেও কিছু কিছু বিষয়ে সাহসি পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করেন মানুষজন। আর এই দম্পতি সকলের থেকে নিজেদের আলাদা করে প্রমাণ করতেই আয়োজন করেন এমন এক অভিনব ইভেন্টের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে জিতেন্দ্র ভাট নামের এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে তাদের মেয়ের প্রথম ঋতুস্রাব উদযাপন করেছেন। দুজনেই মেয়ের সঙ্গে কেক কাটতে এবং তার সঙ্গে ঋতুস্রাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে দেখা গিয়েছে। ভিডিওটি কয়েক লক্ষের ভিউয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হাজার হাজার মানুষ বাবা-মায়ের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।