New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/viral-1.jpg)
"আমি চুলকে লালনপালন করি, এটি শুকনো এবং পরিষ্কার রাখার জন্য কাপড় জড়িয়ে রেখে দি।”
করোনাভাইরাস লকডাউনের কারণে বিশ্বজুড়ে অনেক পুরুষই চুল কাটতে না পারার সমস্যায় ভুগেছে। বাড়ির লোকের সাহায্য কিছু মানুষ চুল কাটতে পারলেও অনেকেই স্বাভাবিকের চেয়ে বড় চুল রাখতে বাধ্য হচ্ছে। এই সময় প্রকাশ্যে এসেছে ভিয়েতনামের ন্যুগেইন ভ্যান চিয়েনের নাম।
দক্ষিণ মেকং ডেল্টা অঞ্চলের এই বাসিন্দার ৯২ বছর বয়সে তার মাথায় পাঁচ-মিটার লম্বা চুল। তিনি বিশ্বাস করেন, চুলে রয়েছে প্রাণ। চুল কেটে ফেললে মৃত্যু হবে তার। তাই তিনি চুলে চিরুনি দেন নি।
তিনি সংবাদ সংস্থাকে বলেন, "আমি চুলকে লালনপালন করি, এটি শুকনো এবং পরিষ্কার রাখার জন্য কাপড় জড়িয়ে রেখে দি।” "
স্কুলে পড়ার সময় তৃতীয় শ্রেণির পর আর চুল কাটা হয়নি বলে জানিয়েছেন এই ব্যক্তি। ছোট থেকেই চুল এত শক্ত ছিল সহজে চিরুনির ব্যবহার করা যেত না। আসতে আসতে আরও শক্ত হয়ে ওঠে। এখন আমার অঙ্গ হয়ে উঠেছে এই চুল।
Read the full story in English