Advertisment

দৈত্যাকৃতি সাপের সঙ্গে খেলায় মত্ত শিশু, ভিডিও দেখে স্তম্ভিত দুনিয়া

পাইথনের সঙ্গে খুনসুটিতে মত্ত বছর দুয়েকের এক শিশু।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাইথনের সঙ্গে খেলায় মত্ত একরত্তি এক শিশু

কোনও মা-বাবা কখনওই চান না তাঁদের সন্তান সাপের মুখোমুখি হোক, কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে নিজের ২ বছরের বাচ্চাকে সাপের সঙ্গে খেলাতে রীতিমতো উৎসাহ দিচ্ছে বাবা। এমনই বিরল ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিশালাকার এক পাইথনের সঙ্গে খুনসুটিতে মত্ত বছর দুয়েকের এক শিশু। পাশ থেকে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিচ্ছে তার বাবা। এমন বিরল ঘটনা আলোড়ন ফেলেছে নেটদুনিয়ায়। এই ঘটনা ভাইরাল হতেই ঘটনার তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা। অনেকেই জানিয়েছেন এমন ঘটনা বাচ্চাদের বিপদের দিকে ঠেলে দিতে পারে।

Advertisment

অস্ট্রেলিয়ার ম্যাট রাইট তার দুই বছরের ছেলেকে নিয়ে এই ভিডিওটি করেছেন। একটি বিশাল অজগরকে বের করে আনছে দু' বছরের ওই একরত্তি। তবে এই ভিডিও ইনস্টাগ্রামে দেওয়ার পরই অনলাইনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে, নির্ভীক শিশুটিকে আত্মবিশ্বাসের সঙ্গে দুই মিটার জলপাই রঙা অজগরের লেজ দুই হাত দিয়ে ধরে ঘাসে টানতে শুরু করে। বিশাল আকারের সেই সাপ, যা বাচ্চাটির আকারের প্রায় কয়েকগুণ দীর্ঘ সেটি একটি কাঠের স্তম্ভের চারপাশে নিজেকে আবৃত করার চেষ্টা করে। বাবা ম্যাট রাইট অবশ্য বাচ্চাটিকে অনুরোধ করে 'সেখান থেকে সরে আসতে'।

যদিও জলপাই অজগরগুলি মানুষের জন্য বিষাক্ত এবং ক্ষতিকারক নয়, অনেকেই ভিডিওটি দেখে খুশি হননি। তাঁদের মত, এটি বাচ্চাকে পরবর্তী সময়ে যে কোনও সাপ ধরতে উৎসাহিত করতে পারে, সে বিষয়টি যথেষ্ট চিন্তার। যদিও এই রাইট পরিবার অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চল জুড়ে তাঁদের নিয়মিত অভিযানের জন্য পরিচিত। তাঁদের হেলিকপ্টার ব্যবহার করে অস্ট্রেলিয়ার না জানা অংশগুলি অন্বেষণ করে যেখানে ম্যাট প্রায়শই বিশাল বিশাল কুমিরের সঙ্গে কুস্তিও করেন তিনি এবং তাদের স্থানান্তরে সহায়তা করে। বাবা এমন হলে তার ছেলে যে এমন কাজ করবে তাই তো স্বাভাবিক, মত নেটিজেনদের।

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

giant snake
Advertisment