বয়স মাত্র ৯, পেটের জ্বালায় পরোটা বিক্রি করছে বালক, ভাইরাল ভিডিও

ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের।

ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বয়স মাত্র ৯, পেটের জ্বালায় পরোটা বিক্রি বালকের

খিদের জ্বালা মেটানোকে উপলক্ষ করে ৯ বছরের এক বালক পরোটা বিক্রি করছে। এমনই ঘটনা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা সমাজের বেআব্রু চিত্রকে আরও একবার সামনে টেনে তুলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার পাশের একটি খাবারের স্টল থেকে পরোটা বিক্রি করছে ৯ বছরের এক বালক। সম্প্রতি ফরিদাবাদে চাইনিজ এবং তিব্বতি খাবার বিক্রি করছে এক ১৩ বছর বয়সী বালক, এমন ভিডিও ভাইরাল হয়েছিল। এবার দেখা গেল তেমনই এক দৃশ্য। পরিবারকে আর্থিক সাহায্য করতে এবার খাবার বিক্রি করতে দেখা গেল এক খুদেকে।  

Advertisment

ইতিমধ্যেই ১৪ লক্ষ ভিউজ হয়েছে ভিডিওটির। যদিও নেটিজেনরা ছেলেটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অনেকে যেমন ছেলেটির দক্ষতার প্রশংসা করেছে, তেমন একাংশ আবার বলেছেন যে এই বয়সে রাস্তায় খাবার বিক্রি করার পরিবর্তে তার স্কুলে যাওয়া উচিত এবং শিক্ষা গ্রহণ করা উচিত। ভিডিওতে দেখা যাচ্ছে ৯ বছরের খুদে বালক রাস্তার পাশে তাওয়াতে একের পর এক পরোটা ভেজে চলেছে। পাশে সাহায্যে জন্য আরও এক বালক দাঁড়িয়ে রয়েছে। তার বয়সও ৯-১০ বছর।

Advertisment

ক্যামেরার সামনে তার বয়স জানতে চাওয়া হলে রসিকতার সুরে সে জানায় তার বয়স এক সপ্তাহ। সম্ভবত, খুদে তার দোকানের বয়সের কথাই এখানে বলতে ছেয়েছে। এর আগেও একাধিক ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে সংসারের হাল ধরতে কিশোর বয়স থেকে পথে নেমে জীবন সংগ্রামে ব্রতী হতে হয়েছে অনেকেই। আবার তার সাম্প্রতিকতম সংযোজন ৯ বছরের এই কিশোর। তবে কিশোর বয়সে পড়াশোনা ছেড়ে এভাবে রাস্তায় নেমে সংসারের হাল ধরাতে অনেকেই উষ্মা প্রকাশ করেছেন এই শিশুদের ভবিষ্যৎ নিয়ে। এই ভিডিও ভাইরাল হতেই তা ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই প্রায় ১৪ লক্ষ ভিউ হয়েছে এই ভিডিওতে।       

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন     

Parata seller