বাসের তলায় গোটা শরীর, অলৌকিক ভাবে বেঁচে ফিরলেন যুবক, ভিডিও ভাইরাল

কী ভাবে ভাগ্যের জোরে তিনি প্রাণে বাঁচলেন, তা ভেবেই অবাক হচ্ছেন প্রত্যেকে৷

কী ভাবে ভাগ্যের জোরে তিনি প্রাণে বাঁচলেন, তা ভেবেই অবাক হচ্ছেন প্রত্যেকে৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দুর্ঘটনায় বাসের তলায় যুবকের সম্পূর্ণ শরীর,

বাসের তলায় ঢুকে গেছে অর্ধেক শরীর৷ তাও মৃত্যুর মুখ বেঁচে ফিরলেন এক যুবক! অবাক করা এই ঘটনা ঘটেছে গুজরাতের দাহোদে। আর এই ঘটনার ভিডিও সামনে আসতেই শিউরে উঠেছেন নেটিজেনরা। সেই বাইক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) প্রকাশ হতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে যুবকের। বাইক থেকে ছিটকে পড়ে যান ওই যুবক। প্রায় বাসের তলায় চলেই গিয়েছিলেন তিনি৷ বাস ড্রাইভার দক্ষতার সঙ্গে সঠিক সময় বাস থামানোয় এবারের মত প্রাণে বেঁচে গেলেন ওই যুবক৷ সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন বছর ৩০’র ওই যুবক।

ভিডিওতে দেখা গিয়েছে বাসটি থামার পর নিজেই উঠে বাইকটিকে তোলার চেষ্টা করার পাশাপাশি ড্রাইভারের দিকে তাকিয়ে কিছু একটা বলেন ওই যুবক৷ নেটিজেনর এই দুর্ঘটনার জন্য ওই বাইক আরোহীকেই এর জন্য দোষ দিয়েছেন৷ কারণ গোটা ঘটনায় বাস চালকের কোনও দোষই ছিল না৷ ওই যুবক তাঁর বাইক নিয়ে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে৷ ঘটনার পর যুবক নিজে উঠে দাঁড়ালেও তাঁর বাইক রাস্তা থেকে তুলে দিতে সাহায্য করেন স্থানীয় মানুষজন৷

Advertisment

ঘটনাস্থলে যাঁরা ছিলেন, প্রত্যেকেই যুবককে সাহায্য করতে এগিয়ে আসেন৷ তবে এই দুর্ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে শিউরে উঠেছেন সকলেই। কী সাংঘাতিক ভিডিও! কী ভাবে ভাগ্যের জোরে তিনি প্রাণে বাঁচলেন, তা ভেবেই অবাক হচ্ছেন প্রত্যেকে৷

এদিকে এই ভিডিও ভাইরাল হতেই তাতে প্রচুর লাইক এবং কমেন্ট পরেছে। অনেকে তাদের কমেন্টে ওই যুবককে ভাগ্যবান বলেও অভিহিত করেছেন, পাশাপাশি রাস্তায় বেপোরোয়া ভাবে বাইক না চালানোর আবেদনও করেছেন অনেকেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Viral Video