Advertisment

উড়ন্ত হেলিকপ্টার থেকে দড়িতে ঝুলছে মানুষ! ভাইরাল তালিবানি নৃশংসতার ভিডিও

কপ্টার থেকে দড়িতে ঝুলছে মানুষ! দেখুন ভিডিও

author-image
IE Bangla Web Desk
New Update

আফগানিস্তান ত্যাগ করল বিদেশি সেনা। আমেরিকা, ব্রিটেন দু'দেশের তরফেই আফগানিস্তান থেকে সেনা সরানোর কাজ শেষ।  আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যুদ্ধ শেষ। মার্কিন সেনা প্রত্যাহারকে তাই 'পূর্ণ স্বাধীনতা' হিসেবে দেখছে তালিবানরা। তার পরেই কান্দাহারের আকাশে দেখা গেল শিউরে ওঠার মতো দৃশ্য৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, একজন মানুষের দেহ ঝুলিয়ে আকাশে চক্কর কাটছে আমেরিকান সেনার ব্ল্যাক হক হেলিকপ্টার৷

Advertisment

একাধিক সংবাদমাধ্যমে এই ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও শেয়ার করা হয়েছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একজন মানুষকে হত্যা করে তাঁর দেহ হেলিকপ্টারের সঙ্গে বেঁধে নিয়ে কান্দাহার প্রদেশের উপরে নজরদারি চালাতে বের হয় তালিবানরা৷

স্বভাবতই এই দৃশ্য যাঁরাই দেখেছেন, তাঁরা শিউরে উঠেছেন৷ যদিও বহু দূর থেকে তোলা ভিডিও-টিতে স্পষ্ট নয়, হেলিকপ্টারে বাঁধা ব্যক্তি জীবিত নাকি মৃত৷ যদিও বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, খুন করেই ওই ব্যক্তিকে হেলিকপ্টারে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷

তবে তালিবানদের অনুমোদিত বলে দাবি করা তালিব টাইমস নামে একটি ট্যুইটার অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করে বলা হয়েছে, 'আকাশপথে আমাদের বাহিনী! ইসলামিক এমিরেটসের বায়ুসেনার হেলিকপ্টার আকাশপথে টহল কান্দাহার শহরের উপর দিয়ে টহল দিচ্ছে৷'

গত মাসে আমেরিকার তরফে আফগানিস্তানে অতিরিক্ত সাতটি ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠানো হয়েছিল৷ এর পাশাপাশি গত কুড়ি বছরে আফগানিস্তানে মার্কিন বাহিনী যে পরিকাঠামো তৈরি করেছিল এবং সাজ সরঞ্জাম নিয়ে এসেছিল তার সবই পড়ে রয়েছে৷ যদিও আফগানিস্তান ছাড়ার আগে কাবুল বিমানবন্দরে পড়ে থাকা নিজেদের ৭৩টি বিমান অকেজো করে দিয়ে যায় মার্কিন সেনা৷ এর পাশাপাশি ২৭টি হামভি যান, অত্যাধুনিক সাজ সরঞ্জাম, রকেট ডিফেন্স সিস্টেমও অকেজো করে দিয়ে গিয়েছে মার্কিন সেনা৷

এই ভিডিও ভাইরাল হতেই তা দেখে শিউরে উঠেছেন অসংখ্য মানুষ। নেটদুনিয়ায় ভাইরাল হতেই তালিবানি বীভৎসতার নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afghanistan Taliban
Advertisment