Advertisment

রহমানের গানের তালে বিমান সেবিকার নাচ, মিষ্টি ভিডিও ভাইরাল

মীনাক্ষীর সুন্দর অভিব্যক্তি এবং তাঁর নাচের দারুণ স্টাইল মুগ্ধ করেছে নেটিজেনদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উমা মীনাক্ষী ফাকা বিমানে উর্বশী….. উর্বশী,…… গানের তালে নেচে রীতিমত আলড়ণ ফেলেছেন

শ্রীলঙ্কার পপ কুইন ইয়োহানি ডি সিলভার গাওয়া সিংহলি গান ‘মানিকে মাগে হিতে’-র সঙ্গে সোশ্যাল মিডিয়ায়, কিছুদিন আগেই এক বিমান সেবিকাকে দেখা গিয়েছিল, ফাঁকা বিমানে গানের তালে মিলিয়ে নাচতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর সেই মিষ্টি নাচের ভিডিও। এক নাচে রাতারাতি জনপ্রিয়! মাত্র কয়েক মিনিটের সেই নাচের ভিডিও দেখা হয়েছে ৬ কোটি বার। যিনি নেচেছেন, সেই আয়াত উরফ আফরিন কৃতজ্ঞতা প্রকাশও করেছিলেন।

Advertisment

এবার তার রেশ কাটতে না কাটতেই, আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপর এক বিমান সেবিকার মিষ্টি নাচের ভিডিও। যা দেখে আপ্লূত নেটিজেনরা। এবার যে বিমান সেবিকার নাচের ভিডিও ভাইরাল হয়েছে, তিনি নেচেছেন, 'হাম সে হ্যায় মুকাবলা' থেকে ‘উর্বশী….. উর্বশী' গানের তালে। এ আর রহমানের জনপ্রিয় গানের সঙ্গে ফাঁকা বিমানে নেচে এবার আবারও ভাইরাল হলেন এই বিমান সেবিকা। আর এই নাচের ভিডিও তিনি নিজেই শেয়ার করেছেন তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। তাঁর নাচে মুগ্ধ নেটদুনিয়া।

জানা গিয়েছে, বিমান সেবিকার নাম, উমা মীনাক্ষী। তিনি স্পাইসজেট সংস্থায় বিমান সেবিকা পদে কর্মরতা। ফাঁকা বিমানে উর্বশী….. উর্বশী,…… গানের তালে নেচে রীতিমতো আলড়ণ ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি নিজেই তাঁর নাচের এই ভিডিও তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। আর তার পর থেকে প্রায় ৮ হাজার লাইক এবং অজস্র ভিউ হয়েছে এই ভিডিও।

আরও পড়ুন: ‘মানিকে মাগে হিতে’ গানে নেচে ভাইরাল, ‘সপ্তম স্বর্গে’ বিমান সেবিকা

মীনাক্ষীর সুন্দর অভিব্যক্তি এবং তাঁর নাচের দারুণ স্টাইল মুগ্ধ করেছে নেটিজেনদের। অনেকেই কমেন্টে মীনাক্ষীর নাচের ভূয়সী প্রশংসা করেছেন এবং পরবর্তী নাচ দেখতে চেয়ে তাঁকে অনুরোধ জানিয়ে কমেন্টও করেছেন। অনেকে আবার বলেছেন, করোনা পরিস্থিতিতে বিমানে যাত্রী সংখ্যা সেভাবে না হওয়ার কারণে এভাবে নিজেদের একাকিত্ব কাটাতে নাচের ভিডিও পোস্ট করছেন বিমান সেবিকারা।

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Viral Video Air Hostess Dance
Advertisment