New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Viral.jpg)
প্রথমে তিনি বুঝতে পারেননি কী ওটা! খানিক পরেই দেখা যায় জল থেকে আসতে আসতে নিজের মুখ উপরের দিকে তুলছে...
প্রথমে তিনি বুঝতে পারেননি কী ওটা! খানিক পরেই দেখা যায় জল থেকে আসতে আসতে নিজের মুখ উপরের দিকে তুলছে...
প্রথমে তিনি বুঝতে পারেননি কী ওটা! খানিক পরেই দেখা যায় জল থেকে আসতে আসতে নিজের মুখ উপরের দিকে তুলছে...
বন্ধুদের সঙ্গে ফ্লোরিডার এক মহিলা গ্রীষ্মের ছুটিতে মাছ ধরতে গিয়েছিলেন তাঁর বন্ধুদের সঙ্গে। মাছ ধরার উন্মাদনার মধ্যেই জলের মধ্যে ভেসে থাকা শ্যাওলা রঙের কিছু একটি জিনিসের দিকে নজর পরে মহিলার, প্রথমে তিনি বুঝতে পারেননি কী ওটা! খানিক পরেই দেখা যায় জল থেকে আসতে আসতে নিজের মুখ উপরের দিকে তুলছে বিশালাকার এক কুমির।
যা দেখে চোখ কপালে উথে যায় মহিলার।তিনি চিৎকার করে ওঠেন ভয়ে। ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক তার পাশেই মাছ ধরে চলেছে মহিলার এক বন্ধু। তিনি একটি বড় হাইড্রেনের উপর দাড়িয়ে মাছ ধরছিলেন। ভাল করে কুমিরটিকে দেখার জন্য ক্যামেরা জুম করেন অই মহিলা। তিনি দেখেন বিশালাকার একটি কুমির তাঁদের দিকে তাকিয়ে জলে ভেসে রয়েছে। ভয়ে ওই মহিলা চিৎকার করে উঠে বলেন “হে ঈশ্বর আমাদের রক্ষা করুন”
মহিলার এক বন্ধুকে ভিডিওতে বলতে শোনা যায়, “এজন্যই কখনও জলে পা চুবিয়ে রেখে বসা উচিত নয় ” । ভিডিওটি মূলত টিকটকে পোস্ট করা হয়েছিল যেখানে এটি ২০ মিলিয়ন ভিউ হয়েছে। অজস্র কমেন্ট রয়েছে ভিডিও জুড়ে। ভিডিও পোস্ট করে ওই মহিলা লেখেন “ফ্লোরিডা এভারগ্ল্যাডস সবসময়ই সকলকে বিনোদন এবং আতঙ্কিত করে তোলে”।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন