scorecardresearch

‘TAJ MAHAL’ থেকেই তাক লাগানো তাজমহলের ছবি, শিল্পীর প্রতিভায় সকলেই হতবম্ভ

আশ্চর্যজনক সৃজনশীলতা দেখতে ক্লিক করুন

Taj Mahal,artist,drawing,talent,art,viral video,Taj Mahal drawing,trending video

সোশ্যাল মিডিয়ায় অনেক শিল্পীর নানান তাক লাগানো প্রতিভার ভিডিও হামেশাই ভাইরাল হয়। কেউ বালি দিয়ে স্যাণ্ড আর্টে নেটিজেনদের মুগ্ধ করে। আবার কেউ গামারি কাঠে ফুটিয়ে তোলেন তার আজব শিল্পকর্মকে। কিন্তু এখন ইন্টারনেটে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে তাক লাগতে বাধ্য। নিমিষেই তাজমহল শব্দ লিখে তা থেকেই ফুটিয়ে তুলেছেন আস্ত এক তাজমহল।

ভাইরাল এই রিলে আপনি এই ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকবোর্ডে TAJMAHAL লেখা আছে, যা ব্যক্তি কয়েক সেকেন্ডের মধ্যে সেটিকে তাজমহলের ছবিতে পরিণত করেন। জানিয়ে রাখি, ৩৭ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছেন ওই ইন্সটা অ্যাকাউন্টে।  যেখানে আপনি আরও নানান শিল্পের চমৎকার নমুনা দেখতে পাবেন।

এই ভিডিওটি ১৭ জানুয়ারি ইনস্টাগ্রাম হ্যান্ডেল ‘একে দেব’ (akdev__art_) থেকে পোস্ট করা হয়েছিল। ক্যাপশনে লেখা আছে- ‘তাজমহল’ নামেই তাজমহলের ছবি..। এখনও পর্যন্ত এই ক্লিপটি প্রায় তিন কোটি ভিউ এবং ১৮ লাখ লাইক পেয়েছে। এছাড়াও, ব্যবহারকারীরা ‘শিল্পীর’ বিস্ময় প্রতিভা দেখে অবাক। অনেকেই এটাকে আশ্চর্যজনক সৃজনশীলতা বলে উল্লেখ করেছেন। একইভাবে, কিছু ব্যবহারকারী লিখেছেন যে আমরা ভাবিনি যে তাজমহল শব্দটি থেকে তাজমহল তৈরি করা যেতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি? মন্তব্য করে জানান

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Viral artist draws a sketch of taj mahal from the monuments spelling internet calls it mind blowing