Viral Video: চোখ জুড়ানো শিল্পকর্ম, এমনটা আগে কখনও দেখেন নি, অবাক করবে এই আর্টওয়ার্ক, দেখুন ভিডিও!

আপনি হয়তো অনেক ধরণের শিল্পকলা দেখেছেন। কিন্তু এমন আর্টওয়ার্ক আপনাকে অবাক করবেই। ভিডিওটি দেখার পর মানুষ এই শিল্পকলার প্রশংসায় পঞ্চমুখ।

আপনি হয়তো অনেক ধরণের শিল্পকলা দেখেছেন। কিন্তু এমন আর্টওয়ার্ক আপনাকে অবাক করবেই। ভিডিওটি দেখার পর মানুষ এই শিল্পকলার প্রশংসায় পঞ্চমুখ।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video, Awesome Creativity, Man shows his art on Cow Body, Man Creativity goes viral, Creative art, viral news, trending video,

আপনি হয়তো অনেক ধরণের শিল্পকলা দেখেছেন। কিন্তু এমন আর্টওয়ার্ক আপনাকে অবাক করবেই। ভিডিওটি দেখার পর মানুষ এই শিল্পকলার প্রশংসায় পঞ্চমুখ।

Viral Video : আপনি হয়তো অনেক ধরণের শিল্পকলা দেখেছেন। কিন্তু এমন আর্টওয়ার্ক আপনাকে অবাক করবেই। ভিডিওটি দেখার পর মানুষ এই শিল্পকলার প্রশংসায় পঞ্চমুখ।

Advertisment

এই পৃথিবীতে শিল্পীর অভাব নেই। প্রতিটি শহর এবং গ্রাম জুড়ে নানান মানুষের অবাক করা শিল্প দক্ষতা আমাদের মুগ্ধ করে। কিছু মানুষ তাঁদের অবাক করা শিল্পকর্ম দিয়ে মানুষের মন জয় করেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখার পর মানুষ এই ধরণের শিল্পকলাকে কুর্নিশ জানিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে একটি কালো রঙের গরুর শরীরে এক ব্যক্তিকে তার আশ্চর্য শিল্পকলাকে ফুটিয়ে তুলতে দেখা গিয়েছে। গরুর দিকে তাকালেই দেখবেন একটি ছেলে একটি মেয়েকে ফুল দিয়ে প্রেম নিবেদন করছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

Advertisment

এই ভিডিওটি @gunsnrosesgirl3 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৭ লাখ ৪২ হাজার মানুষ।

আরও পড়ুন : Viral: IAS মেয়েকে স্যালুট পুলিশকর্তা বাবার, মর্মস্পর্শী মুহূর্ত ঝড়ের বেগে ভাইরাল!

viral Viral Video Trending News