ফলোয়ার হারানোর অভিযোগে বিদ্ধ টুইটার, মিমের বন্যা টুইটার জুড়ে

বৃহস্পতিবার রাতে ১০০ থেকে ১০০০-এর বেশি ফলোয়ার হারানোর অভিযোগ তুলেছেন ইউজাররা।

বৃহস্পতিবার রাতে ১০০ থেকে ১০০০-এর বেশি ফলোয়ার হারানোর অভিযোগ তুলেছেন ইউজাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফলোয়ার হারানোর অভিযোগে বিদ্ধ টুইটার, মিমের বন্যা টুইটার জুড়ে

ফলোয়ার হারানোর অভিযোগে বিদ্ধ টুইটার। এর আগেও এই মাইক্রো ব্লগিং সাইটের বিরুদ্ধে ফলোয়ার হারানোর অভিযোগ ছিল, বৃহস্পতিবার রাতে ১০০ থেকে ১০০০-এর বেশি ফলোয়ার হারানোর অভিযোগ তুলেছেন ইউজাররা। যদিও এই নিয়ে কোনও অফিশিয়াল বিবৃতি জারি করেনি টুইটারের তরফে।

Advertisment

তবে এই প্রথমবার নয়। অতীতেও একাধিকবার এই ধরনের কাজ করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম। তবে শুধু টুইটার নয় 'বট' ক্লিয়ার করতে অনেক সময় এই ধরনের ক্লিনার চালায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলি। তাতেই ফলোয়ার হারান বহু ইউজার। গত জুনেই এই ধরনের ক্লিনার চালিয়েছিল টুইটার। সেই সময় বহু ফলোয়ার হারিয়েছিলেন তারকারা।

Advertisment

এদিকে ফলোয়ার কমার সংখ্যা সামনে আসতেই মিমসের বন্যা বইছে টুইটার জুড়ে। যেখানে এই ফলোয়ার হারানোর জন্য সদ্য সংস্থার সিইও পদে আসা ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়ালকেই ধন্যবাদ জানাচ্ছেন টুইটারাটিরা। দেখে নিন টুইটারের সেই মজার মিমগুলি।যা দেখে হাসি থামবে না আপনার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Twitter users lose follower