বাড়ির বাইরের লন থেকে ডেলিভারি হওয়া অ্যামাজনের একটি পার্সেল চুরি গেছে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিস্টল এলাকায়। মার্কিন মুলুকে চুরি-ছিনতাইয়ের ঘটনা খুব বেশি ঘটে না বললেই চলে। কিন্তু ভর-দুপুরে বাড়ির লনে থাকা পার্সেল কিভাবে চুরি গেল তা খতিয়ে দেখতে গিয়ে বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেন বাড়ির মালকিন। আর তিনি যা দেখলেন তাতে তিনি তাঁর নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না।
Advertisment
আপনারা যারা এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ছেন তারাও হয়তো নিজের চোখকে ঠিকমতো বিশ্বাস করে উঠতে পারবেন না। বাড়ির লন থেকে পার্সেল যে চুরি গিয়েছিল সেটির চোর এক ভাল্লুক। হ্যাঁ ঠিকই পড়েছেন। অন্তত সিসিটিভি ফুটেজে তেমনটাই দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে চারপেয়ে একটি কালো ভাল্লুক পার্সেলটি মুখে করে নিয়ে দুলকি চালে হেঁটে চলে যাচ্ছে।
এই দৃশ্য দেখে আমার, আপনার মতো বাড়ির মালকিনও তো অবাক। শেষমেশ তিনি এই ভিডিও শেয়ার করেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে। এবং তিনি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “এই চোর আমার একটি পার্সেল নিয়ে গেছে”। কেউ যদি এই পার্সেলটি চিপেন্স হিল এলাকায় পেয়ে থাকেন তবে আমার সঙ্গে যোগাযোগ করুন”। এরপরই খানিক রসিকতা করে ওই মহিলা লেখেন ‘আপনাদের কী মনে হয়, অ্যামাজনই কি তার পার্সেল ফেরত পেতে এই চারপেয়ে চোরকে ভাড়া করেছে”?
এই মজার ভিডিও তিনি তার ফেসবুক পেজে শেয়ার করেন। শেয়ার হতেই তা ভাইরাল হয়। অজস্র ভিউ হয়েছে ভিডিওতে। অনেকেই তাদের কমেন্টে লিখেছেন, “পার্সেলে নিশ্চয় কোনও খাবার জাতীয় কিছু ছিল, যার জন্য ভাল্লুক এটি মুখে করে নিয়ে গেছে”।
অবাক হওয়ার এখনও বাকি আছে! আপনাদের কি মনে হয়? কি ছিল পার্সেলে? আপনারাও হয়তো একই রকম কিছু ভাবছেন! কিন্তু শুনলে অবাক হবেন পার্সেলে ছিল বাথরুমে ব্যবহারের “টয়লেট পেপার”। যা ওই মহিলা একটি স্কুলে সাপ্লাই করার জন্য অর্ডার করেছিলেন। আমার আপনার মতৌই এক নার্সও একথা শুনে অবাক হয়ে গিয়েছেন, তিনি তার কমেন্টে লিখেছেন, “টয়লেট পেপার! আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না”। সম্ভবত টয়লেট পেপার পার্সেল বক্সে ল্যাভেন্ডারের সুগন্ধ ছিল তাই এটি মুখে করে নিয়ে গেছে ভাল্লুকটি।
এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির রোল উঠতে শুরু করে। অনেকেই তাদের কমেন্টে আমেরিকান টয়লেট পেপার ব্র্যান্ড, চারমিনের কথাও মনে করিয়ে দিয়েছেন, যার মাসকট ছিল একটি ভাল্লুক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন