Advertisment

‘পাসুরি’র ভোলবদল! নতুন রূপে সুরের চমক অমরজিতের গলায়

বলিউডের অনেক তারকারই চোখের ঘুম কেড়ে নিয়েছিল অমরজিত।

author-image
IE Bangla Web Desk
New Update
pasoori, amarjeet jaikar, viral video, treding video, viral bihar boy",

‘পাসুরি’র ভোলবদল! আলি শেঠি ও সাই গিলের তৈরি ‘পাসুরি’ গানটি এবার অন্যমাত্রা পেল বিহারের ভাইরাল যুবকের গলায়। ভোজপুরি সংস্করণে সামনে এল পাসুরি গান। হাতে ব্রাশ নিয়ে মাঠের মাঝে গান যুবকের আর সেই গানেই ভাগ্য ঘুরেছিল বিহারের যুবক অমরজিৎ জয়করের। সাফল্যের চূড়ায় পৌঁছেছেন ইতিমধ্যেই।

Advertisment

হাতে ব্রাশ, ব্যাকগ্রাউন্ডে গ্রামের এক সাদামাটা পরিবেশ, এক গানেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছিল বিহারের সমস্তিপুরের ভাইরাল গায়ক অমরজিৎ জয়কর। এখন সোশ্যাল মিডিয়ায় অমরজিত জয়কারের ‘তেরি আশিকি নে মারা 2.0’ গানটি আজকাল ট্রেন্ড করছে। মানুষজন এই গানটি খুব পছন্দ করছে।

বিহারের সমস্তিপুরের অমরজিৎ জয়কর আজকাল বেশ আলোচিত এক নাম। সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা অমরজিতকে আজ গোটা দেশ চিনেছে তার সুরের জাদুতে। বিখ্যাত ‘মিউজিক কম্পোজার’ হিমেশ রেশমিয়া সম্প্রতি অমরজিত জয়কারের সঙ্গে ‘তেরি আশিকি নে মারা 2.0’ গানটি গেয়েছেন। ইউটিউবে ইতিমধ্যেই গানটি ভাইরাল। এবার অমরজিতের ঝুলিতে সাফল্যের নয়া পলক। আলি শেঠি ও সাই গিলের তৈরি ‘পাসুরি’ গানটি অমরজিতের গলায় এক অন্যমাত্রা পেয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভোজপুরি ভাষায় পাসুরি গেয়ে তোলপাড় ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে ভাইরাল হয়েছে এই গানটি।

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অমরজিৎ জয়কারের একটি ভিডিও। নব্বই দশকের গান গেয়েছিলেন অমরজিৎ জয়কার। ভিডিও ভাইরাল হতেই বলিউডের অনেক তারকারই চোখের ঘুম কেড়ে নিয়েছিল অমরজিত।

অমরজিতের সঙ্গে কথা বলেছেন অভিনেতা সোনু সুদ। এরপর অমরজিতকে মুম্বইতে ডাকা হয়। এখন অমরজিৎও পৌঁছে গেছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চেও। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অমরজিতের ভাগ্য বদলে গেছে। অমরজিত জয়কর, যিনি তার সুরের মাধ্যমে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি সম্প্রতি পাসুরি গানে ভোজপুরি সংস্করণ গেয়েছেন। যা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Viral Video
Advertisment