New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-74.jpg)
এমবিএ চা’ওয়ালা প্রফুল্ল বিল্লোরের সঙ্গে অমরজিতের একটি ছবি অনলাইনে ভাইরাল হয়েছে।
হাতে ব্রাশ নিয়ে মাঠের মাঝে গাওয়া গান তোলপাড় ফেলেছিল নেটদুনিয়ায়। বিহারের যুবকের গানের গলায় মজে নেটপাড়া থেকে সেলেবরাও। অভিনেতা সোনু সুদ থেকে কিংবদন্তী গায়ক সোনু নিগম সকলেই amarjeet jaikar-এর গানে একেবারে বিভোর। এবার সামনে এসেছে এমন এক ছবি, যা আপনাকে তাক লাগাতে বাধ্য। এমবিএ চা’ওয়ালা প্রফুল্ল বিল্লোরের সঙ্গে অমরজিতের একটি ছবি অনলাইনে ভাইরাল হয়েছে।
প্রফুল্ল মুম্বইতে অমরজিতের সঙ্গে দেখা করেন এবং টুইটারে একই পোস্ট শেয়ার করেন। বিল্লোরের সদ্য কেনা বিলাসবহুল গাড়িতে বসেছিলেন দুজনে। এমবিএ চাইওয়ালা অমরজিৎকে "ভারতের কণ্ঠস্বর" বলেও অভিহিত করেছেন।
बिहार में टैलेंट का कमी थोड़े हैं, बिना किसी ऑटो ट्यून के कितना गजब आवाज हैं ❤️👌 pic.twitter.com/VxCjf9N65S
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) February 19, 2023
বিহারের প্রত্যন্ত গ্রামের ছেলে অমরজিৎ। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তিনি এক সেনসেশন তৈরি করেছেন। হাতে ব্রাশ নিয়ে মাঠের মাঝখানে খালি গলায় গেয়েছিলেন ‘দিল দে দিয়া হ্যায়’। তার এই গান রাতারাতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মুম্বইতে বেশ কয়েক জন সেলেবের সঙ্গে দেখাও করেন অমরজিৎ।
Bhaiya Aapki Har Samjhayi Hui Baat Rashta Asan Karne Waali Thi❤️ https://t.co/cuiCp8RpmD
— Amarjeet Jaikar (@AmarjeetJaikar3) March 6, 2023
সোনু সুদের সাথেও দেখা করেছিলেন অমরজিৎ, যিনি তাকে তার চলচ্চিত্র ফতেহ-এ গান গাওয়ার সুযোগও দেন। প্রফুল্ল মুম্বইতে অমরজিতের সাথে দেখা করেন এবং টুইটারে একই পোস্ট শেয়ার করেন। আর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল