বিয়ের দিন মা-মেয়ের ডুয়েট নাচ, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

তাঁদের এই ডুয়েট ভাইরাল হতেই মা-মেয়ের নাচের জাদুতে মুগ্ধ নেটদুনিয়া।

তাঁদের এই ডুয়েট ভাইরাল হতেই মা-মেয়ের নাচের জাদুতে মুগ্ধ নেটদুনিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

বিয়ের দিন মা-মেয়ের ডুয়েট পারফরমেন্স তাক লাগাল সকলকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক দারুণ ভিডিও যেখানে দেখা যাচ্ছে বিয়ের দিন মা-মেয়ে একসঙ্গে জনপ্রিয় একটি হিন্দি গানের সঙ্গে জমিয়ে নাচ করছেন। তাঁদের এই ডুয়েট ভাইরাল হতেই মা-মেয়ের নাচের জাদুতে মুগ্ধ নেটদুনিয়া। জানা গিয়েছে, মেয়ের নাম মল্লিকা আগরওয়াল। তাঁদের নাচের এমন মনোরম ভিডিও ওয়াইএসডিসি ওয়েডিং কোরিওগ্রাফি দ্বারা ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছিল এরপরই তা দ্রুত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisment

ভারতীয় বিয়ে মানের হাসি, মজা, নাচ গান। বিয়ে নিয়ে নানান প্ল্যানিং থাকে আগে থেকেই, কোন বিয়ে বাড়ি ভাড়া নেওয়া হবে, বিয়ের পোশাক, বিয়ের জুয়েলারি, মেনু ইত্যাদি। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বিয়ের অনুষ্ঠানে একের পর এক নাচের ভিডিও ভাইরাল হয়েছে। কখনও হবু বরের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে কনেকে। আবার কখনও বিয়ে উপলক্ষে নিজের নাচের জাদুতে হবু বরকে ইম্প্রেস করতেও দেখা গেছে এর আগে নেটদুনিয়ায়। এবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের দিন মা-মেয়ের নাচের জাদুতে মন্ত্রমুগ্ধ নেটদুনিয়া। ভাইরাল হওয়া ভিডিওতে কনে এবং তাঁর মাকে স্টেজে ‘maeri’ গানের সঙ্গে নাচতে দেখা যায়। পরনে হলুদ লেহেঙ্গা পড়ে মায়ের সঙ্গে কনের নাচ মন কেড়েছে নেটিজেনজেনদের।

Advertisment

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাতে প্রায় ২ লক্ষের বেশি ভিউ হয়েছে, সকলেই মা-মেয়ের নাচের দারুণ পারফরমেন্সে মোহিত হয়েছেন, অজস্র লাইক এবং প্রচুর কমেন্ট পড়েছে এই ভিডিওতে। অনেকেই কনে'কে আগামীর শুভেচ্ছা জানিয়েছেন, কেউ কেউ তাঁর নাচের ভূয়সী প্রশংসা জানিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Wedding Video