New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/bihar-polls.jpeg)
মোষের পিঠে চেপে মনোনয়ন দাখিল,
কেন এই অভিনব পন্থায় মনোনয়ন দাখিল? এব্যাপারে জানতে চাওয়া হলে বেশ সুন্দর উত্তর দিয়েছেন আজাদ আলম।
মোষের পিঠে চেপে মনোনয়ন দাখিল,
পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। তারই প্রতিবাদ জানাতে অভিনব পদ্ধতি নিলেন এক নির্দল প্রার্থী। গাড়িতে নয়, মোষের পিঠে চেপে পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করলেন তিনি। কাটিহারের হাসানগঞ্জ ব্লকের হাথিয়া দিয়ারা রামপুর পঞ্চায়েতের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হতেই চোখ কপালে নেটিজেনদের।
বিহারের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রার্থীরা বেশ রঙচঙে পোশাক পরে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থী কখনও এসেছেন দু-চাকা চড়ে। কখনও বা চার চাকায়। কিন্তু মোষের পিঠে সওয়ার হয়ে মনোনয়নপত্র দাখিলের ঘটনা বেশ বিরল। যা নজর কেড়েছেন নেটিজেনদের। কেন এই অভিনব পন্থায় মনোনয়ন দাখিল? এব্যাপারে জানতে চাওয়া হলে বেশ সুন্দর উত্তর দিয়েছেন আজাদ আলম। তিনি বলেছেন, “দেশে মুদ্রাস্ফীতি লাগামছাড়া, অর্থনীতি সঙ্কটে। পেট্রল-ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। আমরা চাষবাস করি। আমাদের গরু-মোষ দুই আছে। ওদের দুধও খাই। দরকার বা ইচ্ছে হলে ওদের পিঠে চেপে যেখানে খুশি আমরা যেতে পারি”।
#WATCH | Bihar Panchayat Polls 2021: Azad Alam, a candidate from Katihar district's Rampur panchayat arrived to file his nomination on a buffalo yesterday pic.twitter.com/CBIF0bbqPl
— ANI (@ANI) September 13, 2021
তবে এটাই প্রথম নয় এর আগেও গত বছরের অক্টোবরে, নবাচারী মণ্ডল, দ্বারভাঙার বাহাদুরপুরের নির্দল প্রার্থী তিনিও মনোনয়ন জমা দিয়েছিলেন মোষের পিঠে চেপেই। আগামী ২৪ সেপ্টেম্বর বিহারে শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। মোট ১১ দফায় ১২ ডিসেম্বর অবধি ভোট হবে। এদিকে নির্দল প্রার্থীর এই কাণ্ড ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই রয়েছে নানা মজার মিমস এবং রসিকতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন