কুমিরকে কাঁধে চাপিয়ে বাড়িতে নিয়ে এল একরত্তি এক শিশু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে শিউরে উঠেছেন সকলেই। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমনই এক আজব ভিডিও যেখানে একটি বিশালাকার কুমিরকে বাইকে চাপিয়ে তার পিঠে বসে বাইক চালাতে দেখা গিয়েছিল এক যুবককে এবার সামনে এল এমন এক ভিডিও যা দেখে হুঁশ উড়ে গিয়েছে সকলের। পিঠে বস্তার মত কুমিরকে চাপিয়ে নিয়ে দিব্যি হেঁটে চলেছে একরত্তি এক শিশু।
অনুমান করা হচ্ছে শিশুটি কোন কাজে জঙ্গলে গিয়েছিল এবং সেখান থেকে ফেরার সময় সে কুমিরটিকে দেখে, এবং সেটিকে ধরে পিঠে চাপিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শিশুটি কুমিরের সামনের দুটি পা ধরে রেখেছিল। আশ্চর্যের বিষয়, কুমিরটিও শিশুটিকে কোন ক্ষতি না করেই তার কাঁধে চেপেই তার সঙ্গে সঙ্গ দেয়।ভিডিওতে দেখা যায় যে কুমিরের মুখ একেবারে শিশুটির মাথার কাছে রয়েছে। তাও শিশুর বিন্দুমাত্র কোন ক্ষতি করে না কুমিরটি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি এখন হাজার হাজার লাইক এবং ভিউ সংগ্রহ করেছে। ভিডিওটি কবে এবং কোথা থেকে তোলা হয়েছে তা জানা যায়নি।