পকেটে ১০০ টাকা, কাঁধে ব্যাগ! ফর্দ হাতে বাজার করতে চলল একরত্তি

মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফর্দ হাতে বাজার করতে চলল একরত্তি

সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মিষ্টি ভিডিও, যা দেখে হেসে খুন নেটিজেনরা। বাজারের ব্যাগ কাঁধে নিয়ে সবজি কিনতে যাচ্ছে একরত্তি। তার মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হতেই তাতে ৩২ হাজারের বেশি ভিউ হয়েছে।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাজারের ব্যাগ কাঁধে নিয়ে হাতে সবজির তালিকা নিয়ে দিদার সঙ্গে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে একরত্তি এক শিশু। জানা গিয়েছে তার নাম কবীর। তার মা তাকে জিজ্ঞাসা করছেন, বাজার থেকে কোন কোন সবজি আনতে হবে? সে তার হাতের তালিকা দেখে আধো আধো ভাবে একের পর এক সবজির নাম মাকে জানায়।

এরপর মা তার কাছে জানতে চায়, তার কাছে কত টাকা আছে, শিশুটি মিষ্টি ভাবে মাকে জানায় তার কাছে ১০০ টাকা আছে, এরপর মা তার কাছে জানতে চায় সেই টাকায় বাজার হবে কিনা? শিশুটি ঘাড় নেড়ে সম্মতি দেয়। এরপর মাকে সে জানায় তার দিদার কাছেও ১০০ টাকা রয়েছে। কম পড়লে সেখান থেকে ম্যানেজ করে নেবে সে।

Advertisment

এই হৃদয়গ্রাহী ভিডিও ভাইরাল হতেই মুহূর্তেই তা ভাইরাল হয়। ভাইরাল হতেই তাতে ৩২ হাজারের বেশি ভিউ হয়েছে। সকলেই বাচ্চার এমন মিষ্টি ভিডিও দেখে আপ্লুত হয়েছেন। অজস্র লাইক এবং কমেন্ট পড়েছে এই ভিডিওতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Viral Video Desi toddler